Anupam Kher-Vivek Agnihotri: বিতর্ক যতই হোক, শান্তিনিকেতন আমি যাবই কেউ আটকাতে পারবেন না : অনুপম খের
1 মিনিটে পড়ুন Updated: 13 Mar 2023, 11:19 AM ISTবিশ্বভারতীর লিপিকা অডিটোরিয়ামে ৫৭তম লেকচার সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে বক্তব্য রাখার কথা অনুপম খেরের। সঙ্গে থাকছেন 'কাশ্মীরি ফাইলস' খ্যত পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এদিকে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই আলোচনা সভার নাম যেহেতু ‘ব্যর্থতার ক্ষমতা’। তাই তা নিয়েও প্রশ্ন তুলেছেন ছাত্রছাত্রী-আশ্রমিকদের একাংশ।
অনুপম খের