বেশকিছুদিন ধরে টালবাহানার পর অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জট কাটল টলিপাড়ায়। আগামিকাল, বুধবার থেকেই শুরু হচ্ছে সমস্ত শ্যুটিং। মঙ্গলবার বৈঠক শেষে জানিয়ে দিলেন পরিচালকরা। যাকে নিয়ে গণ্ডোগোলের সূত্রপাত, সেই রাহুল মুখোপাধ্যায় পরিচালক পদেই বহাল থাকছেন। তবে রাহুল ৬-৭দিন পর থেকে কাজ শুরু করবেন বলে ডিরেক্টরস গিল্ডের তরফে জানানো হয়েছে।
অভিনেতা প্রযোজক, অভিনেতা দেব জানান, এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এমনটাই জানিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেউ কোনও ভুল করলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে।
পরিচালকদের তরফে গৌতম ঘোষ জানান, শ্যুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, টলিপাড়ার অচলাবস্থা নিয়ে মঙ্গলবার সকালে নবান্নে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং গৌতম ঘোষকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তাঁদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের দাদা, মন্ত্রী অরূপ বিশ্বাস।
এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই দেব টুইট করে জানিয়েছিলেন, ‘ধন্যবাদ দিদি, আশা করছি সন্ধ্যার মধ্যে সব সমাধান হয়ে যাবে। আগামিকাল (বুধবার) থেকে আবার শ্যুটিং শুরু হয়ে যাবে। সমস্ত কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং সমস্ত স্টেকহোল্ডারদের ধন্যবাদ।’ আর এই টুইটের পরই ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছিল। বোঝাই যাচ্ছিল টলিপাড়ায় অচলাবস্থা কাটছেন।
এরপর এদিন সন্ধ্যেয় ফের টেকনিশিয়ান স্টুডিওতে নিজেদের মধ্যে বৈঠক করেন ডিরেক্টরস গিল্ড। সেখানে ছিলেন কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখোপাধ্যায়, অণির্বাণ ভট্টাচার্য, রাজ চক্রবর্তী, রাজা চন্দ সহ অন্যান্য পরিচালকরা। ছিলেন শুরু থেকে সমস্যার মধ্যস্থতাকারী অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। আর এই বৈঠকের পরই মুখ্যমন্ত্রী নির্দেশ মতো নেওয়া সিদ্ধান্ত জানিয়ে দেন পরিচালকরা।
এদিন নিজেদের মধ্যে বৈঠক করেন ফেডারেশনের সদস্যরাও। সেখানে ছিলেন সভাপতি স্বরূপ বিশ্বাসও। তবে তাঁদের তরফে এদিন আলাদা করে সংবাদমাধ্যমকে কোনও কথা জানানো হয়নি। এমনকি জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী ফেডারেশনের কলাকুশলীদেরও আগামিকাল অর্থাৎ বুধবার থেকে শ্যুটিং শুরু করার নির্দেশ দিয়েছেন। সেই শ্যুটিংয়ে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই নির্দেশও দেওয়া হয়েছে।

এদিন আর্টিস্ট ফোরামের তরফেও একটা বৈঠক হয়। বৈঠকের পর বিবৃতি দিয়ে আর্টিস্ট ফোরামের তরফে শুটিং শুরুতে সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।