বাংলা নিউজ > বায়োস্কোপ > New Bengali Film: বড় পর্দায় দুই নতুন মুখ, 'দিশাহীন মন আমার'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে লাড্ডুও
New Bengali Film: বড় পর্দায় দুই নতুন মুখ, 'দিশাহীন মন আমার'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে লাড্ডুও
1 মিনিটে পড়ুন Updated: 14 Jan 2023, 11:49 AM ISTPriyanka Bose
New Bengali Film: জয়দেব মণ্ডলের পরিচালনায় মুক্তি পাবে নতুন বাংলা ছবি ‘দিশাহীন মন আমার’। এই ছবির হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখছেন দুই নতুন অভিনেতা-অভিনেত্রী, রোহান গামামীর ও ব্রততী পাল।
নতুন বাংলা ছবি 'দিশাহীন মন আমার'
জয়দীপ মণ্ডলের পরিচালনায় আসছে নতুন বাংলা ছবি। নাম ‘দিশাহীন মন আমার’। এই ছবির হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে পা রাখছেন দুই নতুন অভিনেতা-অভিনেত্রী, রোহান গামামীর ও ব্রততী পাল। বাংলা ইন্ডাস্ট্রি পাবে দুই নতুন মুখকে।
নতুন ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন পার্থসারথি চক্রবর্তী, দেবাশিষ গঙ্গোপাধ্যায়,অভীক ভট্টাচার্য, রাজু মজুমদার-এর মতো অভিনেতারা। আরও মুখ্য চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী ইউহান খান, অঙ্গীরা ভট্টাচার্য ও লাড্ডু। ডান্স ডান্স জুনিয়র-এর সঞ্চালক ছিল লাড্ডু।
ছবির গল্পটা এগিয়েছে এক শিশুকে নিয়ে। স্কুলে পড়ার সময় এক দুর্ঘটনায় বাবা-মাকে হারায় অভি। এরপর রাস্তায় রাস্তায় মাউথ অরগ্যান বাজিয়ে দিন কাটতে শুরু করে তার। এই সময় তার বন্ধুত্ব হয় অমৃতার সঙ্গে। অমৃতা একটি প্রতিষ্ঠিত বাড়ির ধনী পরিবারের মেয়ে। সময়ের সঙ্গে তাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। অভি অমৃতাকে মাউথ অরগ্যানে গান বাজাতে শেখায়, অমৃতা তাকে শেখায় পড়াশোনা।