এক ঘর লোকের সামনে একবার নীনা গুপ্তার শরীর নিয়ে মন্তব্য করেছিলেন সুভাষ ঘাই! তাঁর স্তন নিয়ে করেছিলেন বিদ্রূপ। কিন্তু ঠিক কী ঘটেছিল? জীবনের এক অজানা কথাই সম্প্রতি প্রকাশ্যে এনেছেন বর্ষীয়ান অভিনেত্রী।
কী ঘটেছে?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে চোলি কে পিছে কেয়া হ্যায় গানটির নির্মাণের গল্প ভাগ করে নিয়েছেন নীনা গুপ্তা। আর তিনি যা বলেছেন সেটা শুনে রীতিমত চমকে যেতে হয়। কিন্তু কী ঘটেছিল সেই গানের শ্যুটিংয়ে? বর্ষীয়ান অভিনেত্রী সেই সাক্ষাৎকারে জানিয়েছেন, 'নাচের রিহার্সাল চলছিল শ্যুটিং শুরু করার আগে। তখন হঠাৎই সুভাষ ঘাই আমাকে ওঁর ঘরে ডাকলেন আলাদা করে। উনি আমায় বললেন ক্যামেরার সামনে দেখলামজ তোমার স্তনগুলো ভীষণ ছোট। ওতে আমার কাজ হবে না।'
আরও পড়ুন: পুরনো পরিচালক গিল্ডে ঘর ওয়াপসি সৃজিত, রাহুল, অরিন্দমদের! নতুন গিল্ডকে কি ব্রাত্য করল ফেডারেশন?
শুধু তাই নয় তিনি তখন তাঁকে অতিরিক্ত প্যাড ব্যবহার করার পরামর্শ দেন। এবং স্পষ্ট বলে দেন তিনি অতিরিক্ত প্যাড অন্তর্বাস ব্যবহার না করলে তাঁকে এই আইটেম সং থেকে সরে দাঁড়াতে হবে। নীনা জানান যে তিনি এই কথা শুনে খুব অবাক হয়ে গিয়েছিলেন। যদিও নিজেকে সামলে নেন। নীনা আরও জানান, 'তিনি আবার সেই এক কথা গোটা শ্যুটিং ফ্লোরের সামনে বলেছিলেন। তখন ভেঙে পড়ি। সবার সামনে কেঁদে ফেলি।' বর্ষীয়ান অভিনেত্রী জানিয়েছিলেন তিনি বাধ্য হয়েছিলেন অতিরিক্ত প্যাডেড অন্তর্বাস পরার জন্য।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল খলনায়ক নামক সিনেমাটি। সেখানেই ছিল এই চোলি কে পিছে গানটি। দারুণ হিট হয়েছিল গানটি। বক্স অফিসেও ব্যাপক সাড়া ফেলেছিল ছবিটি। এই চোলি কে পিছে কেয়া হ্যায় গানটিতে মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছিল নীনা গুপ্তাকেও।