
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ছোটপর্দার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো 'ইন্ডিয়াজ বেস্ট ডান্সার'-এ অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন বর্ষীয়ান বলি-অভিনেত্রী নীলম কোঠারি। সঙ্গে ছিলেন চাঙ্কি পাণ্ডেও। শো-তে এক প্রতিযোগীর নাচ দেখে বিহ্বল হয়ে পড়েন নীলম। প্রয়াত বাবার কথা মনে পড়াতে মঞ্চের মাঝেই আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। প্রসঙ্গত, চলতি মাসেই অভিনেত্রীর বাবা শিশির কোঠারি প্রয়াত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছিলেন নীলম।
সোনি চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ার এই পর্বের একটি প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে 'ইন্ডিয়াজ বেস্ট ডান্সার'-এর মঞ্চে কোরিওগ্রাফার অনুরাধার সঙ্গে জুটি বেঁধে সঙ্কেত গাওঁকর নামের এক প্রতিযোগী কর্ণাটকের বিখ্যাত নৃত্যকলা ইয়কশোগনা পারফর্ম করেন। শো-এর বিচারকেরা তো বটেই, এই পারফরমেন্স দেখে দৃশ্যতই মুগ্ধ হয়ে যান নীলম ও চাঙ্কি।
বর্ষীয়ান অভিনেত্রীর এতটাই ভালো লাগে যে আসন ছেড়ে সোজা মঞ্চে উঠে যান তিনি ওই দু'জনকে বাহবা জানাতে। সেখানেই প্রতিযোগীকে নীলম বলে ওঠেন, 'আমি জানি তুমি একজন দুর্দান্ত শিল্পী হওয়ার অনুভূতিটা কেমন। কিন্তু তার থেকেও জরুরি হচ্ছে একজন দুর্দান্ত সন্তান হয়ে ওঠা। সদ্য বাবাকে হারিয়েছি তো তাই আমি জানি', বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলেন নীলম।
প্রসঙ্গত, এই শো-তে চাঙ্কি পান্ডের সঙ্গে গানের সুরে পা মেলাতেও দেখা যায় নীলমকে। গত বছর নেটফ্লিক্সের 'দ্য ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস' শো-তে চাঙ্কি পাণ্ডের পত্নী ভাবনা পাণ্ডের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। উল্লেখ্য, 'হাম সাথ সাথ হ্যায়', 'অগ্নিপথ', 'সিন্দুর', 'এক থা রাজা'-র মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন নীলম।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports