বিশ্বকাপের সময় মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন তিনি ভারতীয় টিমকে শুভেচ্ছা জানালেও শামিকে কোনওভাবেই শুভেচ্ছা জানাবেন না। তবে তিনি তাঁর এবং তাঁর মেয়ের স্বার্থে চান এই ভারতীয় পেসার যেন দীর্ঘদিন দলে থাকেন, তাহলে তিনি মোটা টাকা আয় করবেন না আখেরে হাসিন এবং তাঁর কন্যার কাজেই লাগবে। ফলে সেই থেকে যে তিনি চর্চায় উঠে এসেছেন বিশ্বকাপের পরও তাঁকে নিয়ে চর্চা থামেনি। নতুন করে তিনি আবার আরও একটি পোস্ট করলেন। অনেকেই মনে করছেন তিনি সেই পোস্ট শামিকে খোঁচা দিয়েই করেছেন। যদিও তাতে কারও নাম নেই।
হাসিন জাহানের নতুন পোস্ট কি শামির জন্যই?
সোশ্যাল মিডিয়ায় ফের একটি নতুন রিল পোস্ট করেছেন হাসিন। সেখানে তাঁকে বলিউডের একটি গানকে ব্যবহার করতে দেখা গিয়েছে। নাম না করলেও অনেকেরই ধারণা এটা এবারের বিশ্বকাপের অন্যতম সেরা বোলারের জন্যই।
শ্রীদেবী এবং ঋষি কাপুর অভিনীত নাগিনা ছবির ম্যায় তেরি দুশমন ছবির গানে রিল বানিয়েছেন হাসিন। এই গানটির অন্যতম লাইন 'তেরা তামাশা সব দেখেঙ্গে, কেয়া হোতা হ্যায় অব দেখেঙ্গে।' অর্থাৎ তোমার তামাশা/হেনস্থা এবার সবাই দেখবে, কী হবে এবার সবাই দেখবে। এই লাইনটি দিয়েই হাসিন তাঁর নতুন রিল বানিয়েছেন। ফলে অনেকেই মনে করছেন এটির মাধ্যমে তিনি আদতে শামিকে খোঁচা দিয়েছেন। তাঁর সেই রিল অনেকেই দেখেছেন, তাতে মতামতও জানিয়েছেন।