মা সুদেষ্ণা লাহা রায়কে নিয়ে দিদি নম্বর ১-এ এসেছিলেন ‘মিঠাই’-খ্যাত তোর্সা ওরফে তন্বী লাহা রায়। আর সেখানেই শো-র হোস্ট রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগের ঝুরি খুলে বসেছিলেন সুদেষ্ণা। মেয়ের রাগ নাকি মারাত্মক, বাড়িতে তন্বী কী কী করে শুনলে হাসতে হাসতে পেট ব্যথা হবে আপনার।
তন্বীর মা জানান, ‘মিঠাইতে তো ও নেগেটিভ চরিত্র করছে। কিন্তু ব্যাপারটা হল বাড়িতেও ও মাঝেমাধ্যে ওই নেগেটিভ চরিত্রটা ফুটিয়ে তোলে মাঝেমাঝে।’ আসলে একটুতেই নাকি রাগ হয়ে যায়। বাড়ির সবাইকে রাগ দেখিয়ে দিল। তারপর আবার মাথা ঠান্ডা হলে বুঝতে পারে এটা ঠিক হয়নি। আরও পড়ুন: সে কি! ‘মিঠাই’ থেকে সরে দাঁড়ালেন এই অভিনেত্রী? মন খারাপ দর্শকদের
সুদেষ্ণা জানান, ছোটবেলায় রেগে গেলে মেঝেতে গড়াগড়ি খেত তন্বী। বারান্দায় আটকে রাখতেন তিনি, তাতে চিৎকার করে পাড়ার লোক জোগার করত। তারপর তিনি খুলে দিতে বাধ্য হতেন। এমনকী, মেয়েকে নাকি রাগ কমানোর হোমিওপ্যাথি ওষুধও খাইয়েছিলেন।