'মিঠাই' ভক্তদের জন্য দারুণ খবর। পায়ের চোট সারিয়ে ফের মিঠাইয়ের পর্দায় হাজির নিপা। চোট পেয়েছিলেন, পা ভেঙেছিল অভিনেত্রী ঐন্দ্রিলা সাহার। তাই বেশ কিছু দিন টেলিভিশনের পর্দা থেকে দূরে ছিলেন তিনি। মোদক বাড়ির আদরের ছোট মেয়ের অসুস্থ থাকায় মন খারাপ ছিল মিঠাই ভক্তদের। কারণ তাঁদের আদরের নিপারানিকে কয়েক সপ্তাহ ধরে পর্দায় দেখা যাচ্ছিল না।
খুশির খবর ঐন্দ্রিলা অনুরাগীদের জন্য। সুস্থ হয়ে সেটে ফিরেছেন ঐন্দ্রিলা ওরফে 'নিপা'। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সুস্থতার কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। স্টোরিতে একটি বুমেরাং পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘yeah, i’m back’ অর্থাৎ ‘আমি ফিরে আসছি’। ছবিতে কমলা রঙের প্রিন্টেড পোশাক পরে দেখা মিলেছে নায়িকার। কিন্তু পায়ে এখনো ব্যান্ডেড লাগানো। বোঝাই যাচ্ছে, অনেকটাই সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী, তবে এখনও সারেনি তাঁর পা।

প্রসঙ্গত, ঐন্দ্রিলার অসুস্থতার খবরে কিছুদিন আগেই অভিনেত্রী ঐন্দ্রিলা সাহার খোঁজখবর নিতে তাঁর মধ্যমগ্রামের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন মিঠাইয়ের উচ্ছেবাবু। সিদ্ধার্থ একাই ছোট বোনের খোঁজ নিয়ে যায়নি, তাঁর অপর অনস্ক্রিন বোন শ্রীতমা এবং রাহুলও সঙ্গে গিয়েছিলেন। তাঁর সুস্থ হয়ে উঠে ফিরে আসার খবর স্বস্তির নিঃশ্বাস ফেলছে অনুরাগীরা।