দাদু বাপ্পি লাহিড়ির সঙ্গে নাতি স্বস্তিকের ছিল আত্মিক সম্পর্ক। দাদুর হাত ধরেই সে মিউজিক ইন্ডাস্ট্রিতে পা রেখেছিল। মুক্তি পেয়েছিল তাঁর ‘বাচ্চা পার্টি’ সং। সংগীত জগতে খ্যাতনামা শিল্পী বাপ্পি লাহিড়ি ছিল স্বস্তিকের কাছে তার 'আদরের দাদু'। মঙ্গলবার মধ্যরাতে দাদর চলে যাওয়ায় ভেঙে পড়েছে স্বস্তিক।
দাদু বাপ্পি লাহিড়ির পুরনো একটি ছবি শেয়ার করেন তাঁর নাতি স্বস্তিক। সাদা-নীল রঙের আউটফিটে এ দিন ধরা দেন বাপ্পি। চোখে সানগ্লাস, চিরাচরিত লুকে গা-ভর্তি সোনার গয়না পরে দেখা মেলে তাঁর। দাদুর একটি ছবি পোস্ট করে সে লিখেছে, ‘তোমাকে খুব মিস করব দাদু। শান্তিতে থেক। ভালোবাসি তোমায়’।

শেষবার নাতি রেগোর সঙ্গে অনস্ক্রিনে দেখা মিলেছিল বাপ্পি লাহিড়ির। বিগ বস ১৫-তে নাতিকে গানের প্রোমোশনে এসেছিলেন তিনি। নাতির 'বাচ্চা পার্টি' গানের প্রমোশনের জন্য এসেছিলেন। বিগ বসের ওই এপিসোডে বলিউড ইন্ডাস্ট্রিতে বাপ্পি লাহিড়ির ৫০ বছর পূর্তিরও উদযাপন করা হয়।
মঙ্গলবার রাতেই জীবনকে 'আলবিদা' জানিয়েছেন বাপ্পিদা। চিরঘুমের দেশে আচমকাই চলে গেলেন ‘ডিস্কো কিং’। ছেলে বাপ্পা বিদেশে থাকার বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়নি। সূদূর লস অ্যাঞ্জেলস থেকে আজ (বৃহস্পতিবার) ভোরে মুম্বইয়ে ফিরল বাপ্পা। এ দিন সকালে বাবার দেহ কাঁধে নিয়ে বাপ্পি লাহিড়ির শেষযাত্রায় সামিল হন তিনি। আজ মুম্বইয়ের পবনহংস মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে এই বাঙালি সংগীত শিল্পীর।