অভিনেতা শাহিদ কাপুরের পত্নী মীরা রাজপুত। সদ্য এক ফ্য়াশন ব্র্যান্ড লেভেলের সঙ্গে কোলাবোরেশন করে ফটোশ্যুট করেছেন মীরা। দুই সন্তানের মা মীরার এই লেটেস্ট ফটোশ্যুট মুগ্ধ করেছে নেটিজেনদের। ছবি শেয়ার করতেই নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়ে যায়। ছবিতে নীল রঙের ভেলভেটের লেহেঙ্গা পরে দেখা গেছে মীরাকে। গায়ে পরেছেন ভারী গয়না। সবথেকে আকর্ষণীয়, নাকে বড় নথ পরেছেন। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে মীরা লিখেছেন, ‘রাজকীয় ঝাঁ চকচকে জারদৌসি এমব্রয়ডারি করা বেগুনি রঙের পোশাকটি অসাধারণ। আমার ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলেছে’। মীরার ছবি দেখে মুগ্ধ নেটিজেন। কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। শাহিদ কাপুরের ছোট ভাই তথা মীরার দেওর ইশান খট্টরও বৌদির ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ। কমেন্ট বক্সে লিখেছেন, ‘অসাধারণ’। নেটিজেনেরা মীরার এই এথেনিক লুক বেশ পছন্দ করেছেন। দিন কয়েক আগেই নিজের ফটোশ্যুটের ছবি শেয়ার করে ট্রোলের সম্মুখীন হন মীরা রাজপুত। সম্প্রতি ছেলে জৈন-র সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন মীরা রাজপুত। ছবিতে মীরার সেই সানকিসড ফটোতে তিন বছরের শাহিদ পুত্রকে দেখা গিয়েছিল মায়ের পিছনে লুকিয়ে পড়া অবস্থায়। অনেকেই মা-ছেলের এই মিষ্টি মুহূর্তকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার রে রে করে উঠেছেন মীরার পা-এর রঙ দেখে। অনেকেই কটাক্ষের সুরে জানতে চান, কেন মীরার মুখ ওতো ফর্সা আর পা দুটো কালো? এই বিদ্রুপের জবাব দিতে নিজের আরও একটি ছবি পোস্ট করেছেন মীরা রাজপুত। সেখানে তিনি লেখেন, ‘আমি ধন্যবাদ জানাতে আমার হাতকে, কারণ সেটি সবর্দা আমার সঙ্গে থাকে, আমার পা-কে কারণ সেগুলি আমাকে সাপোর্ট করে সবসময়। আমার আঙুলগুলো কারণ আমি ওদের উপর ভরসা করি। আর অবশ্যই আমার পায়ের পাতা জোড়া-কে, কারণ ওদের জন্যই তো আমার পা মাটিতে থাকে’।