বুধবার ২৮ বছরে পা রাখলেন অভিনেতা শাহিদ কাপুর পত্নী মীরা রাজপুত কাপুর। স্ত্রী জন্মদিনে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন শাহিদ। বাবা-মা পঙ্কজ কাপুর এবং নীলিমা আজিম, ভাইবোন ইশান খট্টর এবং সানাহ কাপুর, ফারহান আখতার স্ত্রী শিবানী দান্ডেকর এবং আরও অনেকে এ দিন পার্টিতে যোগ দিয়েছিলেন। বার্থ ডে পার্টি থেকে বেশ কিছু ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন মীরা।
মীরা রাজপুতের শেয়ার করা ছবিগুলি মূলত শেয়ার করেছে তাঁর ফিটনেস প্রশিক্ষক সর্বেশ শশী। একটি ছবিতে মীরা এবং শাহিদকে একসঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। অপর ছবিতে টেবিলে রাখা কেকের দিকে তাকিয়ে মীরা। কোনও ছবিতে শাহিদকে গান-বাজনায় মেতে উঠতে দেখা গিয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে মীরা রাতের খাবারের মেনু পড়ছেন এবং ক্যাপশন দেওয়া হয়েছে, ‘পার্টি ভুলে যাও, আমাকে বলো ডিনারের জন্য কী আছে?’ আরও পড়ুন: ব্রেকআপের গুঞ্জমের মাঝে প্রাক্তন অনন্যাকে ‘সুইটহার্ট’ বললেন ইশান! শুনে হতবাক করণ

ফটোগ্রাফার জোসেফ রাধিকও শাহিদ এবং মীরা অতিথিদের জন্য কী পরিকল্পনা করেছিলেন তার এক ঝলক শেয়ার করেছেন। লাল নিয়ন লাইটিংয়ে 'শুভ জন্মদিন মীরা বেল' লেখা লাইভ পারফরম্যান্স দেখার জন্য বসার ব্যবস্থার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘শাহিদ এবং মীরা সামাজিক কাজ করতে বাধ্য করছে।’ আরও পড়ুন: গায়িকা না হলে জীবনে এই পেশা বেছে নিতেন আশা ভোঁসলে! ‘প্ল্যান বি’ শুনলে চমকে উঠবেন

এছাড়াও অতিথিদের মধ্যে ছিলেন রিতেশ দেশমুখ এবং স্ত্রী জেনেলিয়া দেশমুখ, নবদম্পতি ডিজাইনার কুণাল রাওয়াল এবং তাঁর স্ত্রী অর্পিতা, কুণাল খেমু, সুপ্রিয়া পাঠক সহ অন্যান্যরা। আরও পড়ুন: ‘ওকে শুধু গুড মর্নিং, গুড নাইট লিখতাম’, তিন মাস বনির সঙ্গে কথা বলেননি শ্রীদেবী
মীরা জন্মদিনে কালো পোশাক পরেছিলেন এবং বেশিরভাগ অতিথিই সাদা পোশাকে ছিলেন। শাহিদও এ দিন ধূসর শার্ট এবং সাদা ডেনিম পরেছিলেন। এ দিন স্ত্রী মীরার সঙ্গে নেটমাধ্যমের পাতায় একটি আদুরে ছবি পোস্ট করেন অভিনেতা। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'শুভ জন্মদিন ভালোবাসা .. আশা করি জীবনের সমস্ত ভালো , খারাপ মুহূর্তে আমরা একসঙ্গে এমনভাবেই নাচ করতে পারব । হাতে হাত রেখে .. মুখে হাসি রেখে .. আর চোখে ফুটে উঠবে সেই খুশির ঝলকানি।' উত্তরে মীরা লেখেন, ‘আমি তোমাকে চিরকাল ভালোবাসি।’