সদ্যই শুরু হয়েছে হিপ হপ ইন্ডিয়া সিজন ২। এদিন সেখানেই এক প্রতিযোগীর কাণ্ড দেখে হতম্ভব হয়ে যান সকলে। রীতিমত বিরক্ত হয়ে তাঁকে ধমকে দেন বিচারক তথা অভিনেত্রী মালাইকা আরোরা। কিন্তু কী অসভ্য আচরণ ঘটিয়েছে সেই কিশোর?
আরও পড়ুন: তসলিমার কলকাতায় ফেরায় ‘আপত্তি’ কবীর সুমনের? গায়ককে 'জিহাদি' তকমা দিয়ে একহাত নিলেন 'লজ্জা' লেখিকা
আরও পড়ুন: শুভশ্রী যতই 'জুনিয়র' তকমা দিন, রুক্মিণীর প্রশংসায় পঞ্চমুখ রূপা! বিনোদিনীর তারিফে কী বললেন?
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে, মালাইকা নবীন শাহ নামক একটি কিশোরকে বকাঝকা করছেন হিপ হপ ইন্ডিয়া সিজন ২ এর মঞ্চে। অভিনেত্রীকে এদিন তাঁর উদ্দেশ্যে বলতে শোনা যায়, 'মায়ের ফোন নম্বর দাও। ১৬ সালের বাচ্চা নাচ করতে সোজা আমায় দেখে। চোখ মারছে। চুমু ছুঁড়ছে।' শুধু তাই নয়, মালাইকা যখন ফাঁকে বকতে থাকেন তখন সেই কিশোর হাসতে থাকে রীতিমত।
তাঁর এই কাণ্ড দেখে বিরক্ত তাঁর সহ প্রতিযোগীরাও। একজন বলেন, 'আমরা একে অন্যের সঙ্গে এটাই বলছিলাম যে ভাই ওর বয়স ১৬ বছরই তো? এটা ও কী করছে? কার সামনে করছে?' আরেকজন বলেন, 'একদম ঠিক করেছে বকেছে। বয়সই বা কত ওর?'
যদিও এদিন মালাইকা অসম্ভব রেগে যাওয়ায় তাঁকে শান্ত করতে মধ্যস্থতা করেন আরেক বিচারক রেমো ডিসুজা। তিনি এদিন কিছুটা মজার ছলে বলেন, 'মালসিকাকে দেখে কি তোমার বাড়ির কারও কথা মনে পড়ছিল?' এরপর মঞ্চে ডাকা হয় নবীনের বাবাকে সেখানে তিনি এসে জানান তাঁর ছেলে আদতেই খুব দুষ্টু। শুধু তাই নয়, নবীনের নামে এদিন অভিযোগ করে তিনি বলেন মেয়েদের সঙ্গে নাকি লুকিয়ে লুকিয়ে এই বয়সে চ্যাট করেন তিনি।
কে কী বলছেন?
এই ভিডিয়ো ভাইরাল হতে নেটিজেনরা অভিনেত্রীকেই সমর্থন করেছেন। বলেছেন, 'একদম ঠিক করেছে।' আরেকজন লেখেন, 'উঠে গিয়ে মারল না কেন? অসভ্য সব ছেলে।'
আরও পড়ুন: স্টার কিড হওয়ার ঝক্কি হাজার! করিনার সঙ্গে নিজের তুলনা টেনে কী বললেন কঙ্কনা?
আরও পড়ুন: 'হেমাজি মথুরা স্টাইলের …', ইন্ডিয়ান আইডল আসলে পুরোটাই স্ক্রিপটেড! প্রমাণ প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়