চলছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’। বহু বছর ধরে চলা জনপ্রিয় এই টিভি শো আর Big B অমিতাভ বচ্চন এখন যেন একপ্রকার সমর্থক শব্দ। KBC-র হাত ধরে বহু নতুন প্রতিযোগিরা এসে হাজির হন Big B-র সামনে, হটসিটে। তাঁদের সঙ্গে কথায় কথায় উঠে আসে নানান প্রসঙ্গ। কখনও তাঁদের সঙ্গে প্রতিযোগীদের জীবনের গল্প উঠে আসে, কখনও আবার অমিতাভ তাঁদের সঙ্গে ভাগকরে নেন তাঁর জীবনের কথা।
সম্প্রতি KBC-র হটসিটে ছিলেন প্রতিযোগী রেখা পাণ্ডে। যিনি কিনা আবার অমিতাভ পুত্র অভিষেকের ভীষণ ভক্ত। শুধু তাই নয়, জুনিয়র বচ্চনের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছিলেন রেখা। সেই উপহার মিস্টার বচ্চনের হাতে তুলে দিয়ে রেখা বলেন, ‘এটা আমার প্রিয় অভিষেক স্যারের জন্য। আমি ওঁকে ভীষণ পছন্দ করি। অভিনেতা হিসাবে তিনি সত্যিই দারুণ। তার সঙ্গে সন্তান হিসাবেও উনি দারুণ। আমি আমার জীবনে এমন আদর্শবান পুত্র খুব কমই দেখেছি।’
আরও পড়ুন-পিয়ার সঙ্গে আবারও একটা 'বড়দিন', রিসেপশনের আগে Look-টাই বদলে ফেললেন পরমব্রত
আরও পড়ুন-‘ঠিক যেন ষোড়শী’! ইউনিফর্ম পরে আরও একবার পুরনো স্কুলের গেলেন শ্রীলেখা
আরও পড়ুন-ব্রেইন স্ট্রোকের পর থেকে ভেন্টিলেশনে, এখন কেমন আছেন উস্তাদ রশিদ খান?
এখানেই শেষ নয়, KBC-তে অভিষেক বচ্চন হাজির ছিলেন এমনই একটা পুরনো পর্বের কথা মনে করিয়ে দেন প্রতিযোগী রেখা পাণ্ডে। বলেন, ‘মনে আছে, শেষবার উনি যখন এই শোয়ে এসেছিলেন, তখন উনি আপনার আসনে বসেছিলেন। উনি(অভিষেক) জিগ্গেস করেছিলেন বাবা আমি কেমন ছেলে? উত্তরে আপনি (অমিতাভ) বলেছিলেন, তুমি এতটাই যোগ্য উত্তরসূরী যে আমার আসনে বসতে পারো।’