পরনে প্রিন্টেড শার্ট, পান্না-সবুজ রঙের স্কার্ট আর ওই একই রঙের পা ছোঁয়া জ্যাকেটে। মাথার চুল পনিটেল করে বাঁধা আর সঙ্গে হালকা মেকআপ। ২১ এপ্রিল, সোমবার ঠিক এই লুকেই কলকাতায় হাজির হলেন করিশ্মা কাপুর। তাঁকে দেখে কে বলবে যে বয়স ৫০ ছুঁয়েছে! এই বয়সেও করিশ্মার লুকে মুগ্ধ হতে হয় বৈকি।
জানা যাচ্ছে, সোমবার মহিলাদের উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় যোগ দিতেই শহরে এসেছেন তিনি। এখানে তাঁকে ঘিরে ধরেন বহু অনুরাগী। অনেকের সঙ্গে অনুষ্ঠানে গিয়ে সেলফি তুলতেও দেখা যায় করিশ্মাকে। আবার কখনও ‘লে গয়ি’ গানের তালে মেলাতে দেখা যায় তাঁকে।
সোমবার ‘বিয়ন্ড দ্য স্ক্রিন উইথ করিশ্মা কাপুর’ শীর্ষক আলোচনাসভায় নিজের জীবনের গুরুত্বপূর্ণ নানান কথা, অভিজ্ঞতা তুলে ধরেন কাপুর নন্দিনী করিশ্মা। অভিনেত্রী জানান, তাঁর দাদু (ঠাকুরদা) রাজ কাপুর, প্রপিতামহ পৃথ্বিরাজ কাপুর একটা সময় এই বাঙালি শিল্প-সংস্কৃতির কেন্দ্র হল কলকাতা শহরেই থাকতেন। এখান থেকেই তাঁরা গিয়েছিলেন মুম্বই শহরে, নিজেদের ভাগ্যপরীক্ষা করতে। ফলে, কলকাতা তাঁকে এখনও টানে। সুযোগ পেলেই টুক করে চলে আসেন এই তিলোত্তমায়।