বিপুল অর্থের মালিক। অত খ্যাতনামা প্রযোজনা সংস্থার কর্ণধার। তবুও আজও বেশি মাত্রায় আয়ের লক্ষ্যে ছুটে চলেছেন করণ জোহর! সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমনটাই জানালেন তিনি। আর কী কী বলেছেন ধর্মা প্রোডাকশনের কর্ণধার?
কাজ এবং উপার্জন নিয়ে কী বলেছেন করণ জোহর?
করণ জোহর সম্প্রতি ফায়ে ডিসুজার মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি জানিয়েছেন যে আজও তিনি প্রচণ্ড পরিশ্রম করেন। দিনে ৫ ঘণ্টার বেশি ঘুমান না। কিন্তু কেন? সেটাও খোলসা করেছেন।
করণ জোহরের কথায়, ' আমি রোজ ১৬ থেকে ২০ ঘণ্টা করে কাজ করি। মাত্র ৫ ঘণ্টা করে ঘুমাই রোজ। আমি খুব পরিশ্রম করি অর্থের জন্য। আমি যে অর্থ রোজগার করেছি সেটা কঠিন পরিশ্রম করেই। আমি কখনই সেটার জন্য ক্ষমা চাইব না।' তিনি এদিন একই সঙ্গে আরও জানান ধর্মা প্রোডাকশন তখনই বেশি মাত্রায় আয় করতে শুরু করেন যবে থেকে তিনি পরিচালনা শুরু করেছেন বা ব্যবসার হাল ধরেছেন।
নিজের শরীর নিয়ে কী জানিয়েছেন করণ?
অস্বস্তির বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আমার বডি ডিসমর্ফিয়া আছে। আমার পুলে নামতে খুব অস্বস্তি হয়। আমি জানি না ভয়ঙ্কর খারাপ না লাগিয়ে কী করে পুলে নামা যায়। এটা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেছি। যতই সাফল্য পাও না কেন, যতই নিজের মস্তিকে নিজেকে নিয়ে যা খুশি ভাবো না কেন আমি আমাকে সবসময়ই ওভারসাইজড পোশাকেই দেখতে পছন্দ করি। এমনকি আমি যদি ওজনও কমাই তাহলেও মনে হয় আমি মোটাই আছি। ওটা নিয়েই লড়াই করছি। সবসময় মনে হয় আমি মোটাই। তাই আমি কাউকেই আমার শরীরের কোনও অংশ দেখাতে চাই না।' তিনি একই সঙ্গে বলেন, 'আমার বয়স যখন ৮ তখন থেকে এটা শুরু হয়েছে। এখনও কিছু বদলায়নি। আমি সবসময় নিজেই নিজের শরীরের নিন্দে করি। যেদিন তোমার নিজের মনে হবে যে তোমায় সুন্দর লাগছে দেখতে সেদিন আর কিছুই ম্যাটার করবে না তোমার কাছে যে তুমি কী অ্যাচিভ করেছ আর কী নয়। এমনকি অন্তরঙ্গ হওয়ার সময়ও অনি ঘরের আলো নিভিয়ে দিই। আমি থেরাপি করিয়েছি। কিন্তু কমেনি। এটা মানসিক সমস্যাও তৈরি করে। আমি ওষুধ খেয়েছি প্যানিক অ্যাটাক হওয়ার পর।'
আরও পড়ুন: এবার বেডরুমের রহস্য ফাঁস করলেন করণ, জানালেন আলো জ্বালিয়ে অন্তরঙ্গ হতে…
আরও পড়ুন: 'পথের মাঝে ছড়িয়ে ছিটিয়ে...' গরুর মাংস বিতর্কের মাঝে সুখবর ভাগ সুদীপার, কী জানালেন রান্নাঘরের রানি?
করণের আগামী কাজ
করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় শীঘ্রই মুক্তি পেতে চলেছে ব্যাড নিউজ। আগামী ১৯ জুলাই মুক্তি পাবে এই ছবিটি। মুখ্য ভূমিকায় থাকবেন ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি।