ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন 'বেবি ডল' খ্যাত জনপ্রিয় বলি-গায়িকা কণিকা কাপুর, জোর খবর বলিউডে। এটি কণিকার দ্বিতীয় বিয়ে হতে চলেছে। জানা গিয়েছে, গৌতম নামের এক NRI -এর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। ETimes সূত্রে জানা গিয়েছে, লন্ডনেই বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। গৌতমের সঙ্গে নাকি প্রায় এক বছর ধরে ডেট করেছেন কণিকা। গৌতমের সঙ্গে সম্পর্ক জড়ানোর মাস ছয়েকের মধ্যেই নাকি বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।যদিও নিজের সম্পর্ক কিংবা বিয়ে, কিছুই নিয়ে মুখ খোলেননি কণিকা। তবে শোনা যাচ্ছে, ইংল্যান্ডে কোনও মিউজিক শো করতে গিয়েই নাকি গৌতমের প্রেমে পড়েন কণিকা। বর্তমানে সময়টা দুর্দান্ত যাচ্ছে কণিকার। সম্প্রতি, হিউস্টন, নিউ জার্সি ও ওয়াশিংটনে তিনটি দারুণ মিউজিক ট্যুর করে ফিরলেন তিনি। প্রসঙ্গত, এর আগে মাত্র ১৮ বছর বয়সেই NRI ব্যবসায়ী রাজ চন্দক-কে বিয়ে করেছিলেন কণিকা। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তিনটি ছেলেমেয়ে রয়েছে তাঁদের। এক সাক্ষাৎকারে কণিকা জানিয়েছিলেন একটা সময়ে প্রবল আর্থিক সংকটের মুখোমুখিও হতে হয়েছিল তাঁকে। পর্যাপ্ত টাকা না থাকায় সন্তানদের স্কুলের মেইন পর্যন্ত দিতে পারেননি তিনি। এরপর একতা কাপুরের দেওয়া 'বেবি ডল' গানের প্রস্তাবই ঘুরিয়ে দেয় তাঁর ভাগ্য। আর পিছন ফিরে তাকাতে হয়নি কণিকাকে।