কাঁচা বাদাম ট্রেন্ড নিশ্চয়ই আপনার অজানা নয়? বাংলার ভূবন বাদ্যকরের গান এখন বহির্বিশ্বেও জনপ্রিয়। ভাইরাল হওয়া এই গানের সাথে কোমর দুলিয়েছেন বড় বড় তারকারাও। আর এখন হরিয়ানভিতে রিমিক্স হতে চলেছে এই গানের। হরিয়ানভি গায়ক অমিত ধুল সম্প্রতি যোগাযোগ করেছেন ভূবনের সাথে। যাতে নতুন টুইস্ট দিয়ে গানটি ফের একবার ভাইরাল করা যায়। মিউজিক ভিডিয়োতে গান গাইে দেখা গেল ভূবন আর অমিত দু'জনকেই। সঙ্গে নাচ করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নিশান্ত ভাট। ৫ ফেব্রুয়ারি ইউটিউবে পোস্ট করা হয় ভিডিয়োটি। ইতিমধ্যে ৮০ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন এটি। গোটা দেশ থেকে মানুষ তারিফ করেছে ভূবনের। ভাষা বুঝতে না পারলেও গানের সুর নাচিয়ে ছেড়েছে তাঁদেরও। ‘আমি এর একটা শব্দও বুঝতে পারছি না, কিন্তু ট্র্যাকটা আমার দুর্দান্ত লেগেছে’, কমেন্ট করেন এক নেট-নাগরিক। ‘এটাই সোশ্যাল মিডিয়ার ক্ষমতা। ওঁর সমস্ত স্বপ্ন এভাবেই পূরণ হোক, আমাদের দেশে সত্য়ি কত প্রতিভা লুকিয়ে আছে’, মন্তব্য করেছেন আরেকজন। ‘দুর্দান্ত লেগেছে, এককথায় ফাটাফাটি’, মন্তব্য অন্য জনের। সঙ্গে একটা থাম্বস আপ ইমোজি। গ্রামে গ্রামে বাদাম ফেরি করত ভূবন। আর লোকের দৃষ্টি আকর্ষণের জন্য নিজেই গানটি লেখেন ও তাতে সুর দেন। তবে, এই গানই যে তাঁকে এভাবে জনপ্রিয় করে তুলবে ভূবন বোধহয় ভাবতেও পারেননি। আপনার কেমন লাগল কাঁচা বাদামের এই রিমিক্স?