তিনি তাঁর শিল্প, গানের জন্য যেমন চর্চায় থেকেছেন, তেমনি সমান ভাবে আলোচিত হয়েছে তাঁর ব্যক্তিগত জীবন। কিছুদিন আগেই প্রেম দিবসে জীবনের বিশেষ মানুষের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। যদিও পরে জানান ছবিতে তাঁর সঙ্গে থাকা মহিলা তাঁর ছাত্রী। এবার জীবনের আরও এক বড় সিদ্ধান্তের কথা জানালেন কবীর সুমন।
আরও পড়ুন: মাথায় ব্যান্ডেজ, নাকে অক্সিজেনের মাস্ক! কী হয়েছে সোনামণির?
আরও পড়ুন: স্ত্রী ২ থেকে অ্যানিম্যাল, জওয়ান সবাইকে ছাপিয়ে এগিয়ে গেল ছাবা! ১৯ তম দিনে কত আয় করল ভিকির ছবি?
কী জানিয়েছেন কবীর সুমন?
কবীর সুমন এদিন ফেসবুকে একটা পোস্টে করা জানান তিনি দেহদান করবেন না তাঁর পূর্ব ঘোষণা মতো। বরং তিনি সেই সিদ্ধান্ত বদলেছেন। তিনি চান তাঁকে যেন কবর দেওয়া হয় তাঁর মৃত্যুর পর। বর্ষীয়ান গায়কের কথায়, 'রমজান মোবারক!cসকলকে জানাতে চাই - কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম আমি আমার দেহ দান করেছি, কোনও ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না। আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।'
তিনি এদিন আরও লেখেন, 'আমার এই ঘোষণা বিষয়ে কারুর কোনও মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।'
কবীর সুমনের পূর্ব পোস্ট
প্রেম দিবসে সোশ্যাল মিডিয়ায় কবীর সুমন একটি ছবি পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে বর্ষীয়ান গায়কের ‘প্রিয়তমা’ সেলফি তুলছেন। আর পিছনে দাঁড়িয়ে, দুই কাঁধে হাত রেখে তাঁর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছেন কবীর সুমন। কমেন্ট বক্সের দিকে চোখ রাখতেই জানা গেল, গায়কের থাকা ছবির এই মহিলার নাম সৌমী বসু মল্লিক। কবীর সুমন এদিন ছবিটি পোস্ট করে লেখেন, 'আমাদের ভ্যালেন্টাইন।' সঙ্গে ছবির মধ্যে লেখা ভ্যালেন্টাইন ২০২৫। যদিও তারপরে তিনি জানিয়েছেন বর্ষীয়ান গায়কের সঙ্গে থাকা মেয়েটি তাঁর ছাত্রী। বর্তমানে তাঁর সঙ্গেই থাকেন। তাঁর দেখভালও করেন। তবে ঘড়ির কাঁটা ২৪ ঘণ্টা পেরনোর আগেই, কবীর সুমনে বললেন, ‘সৌমী মোটেই আমার প্রেমিকা নন, সৌমী আমার প্রাণের বন্ধু, তিনি আমার স্বজন। আমি তো বুড়ো হয়ে গিয়েছি। আমার রাতে একা থাকা বারণ। যে দু'তিন জন রাতে আমার সঙ্গে বাড়িতে থাকেন, সৌমী তাঁদের মধ্যে একজন। তিনি আমায় ওষুধ দেন। খাওয়াদাওয়ার দেখভাল করেন।’