
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বলিউডের বিখ্যাত প্রযোজক হিরু জোহরের একমাত্র পুত্র করণ জোহর। স্টার কিড হওয়া সত্ত্বেও প্রথম ছবি তৈরি করতে গিয়ে কম কাঠখড় পোড়াতে হয়নি করণ জোহরকে। এই বছর পরিচালক করণ তাঁর কেরিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন। ১৯৯৮ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। শাহরুখ-কাজল-রানির এই ছবি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। ‘প্যায়ার দোস্তি হ্যায়’, রাহুল-অঞ্জলি শিখিয়েছিল গোটা দেশকে। ২৫ বছর পরেও কুছ কুছ হোতা হ্যায় ম্যাজিকে বুঁদ আপামর হিন্দি সিনেপ্রেমী।
সম্প্রতি ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুং-এর সঙ্গে একান্ত আলাপচারিতায় ধরা দেন করণ। সেখানেই কুছ কুছ হোতা হ্যায় নিয়ে এক মজার ঘটনা শেয়ার করেন পরিচালক। এই ছবির জন্য গীতিকার জাভেদ আখতারের দ্বারস্থ হয়েছিলেন করণ, তবে ছবির নাম শুনেই চটে মোটে পছন্দ হয়নি জাভেদ আখতারের। তিনি সরাসরি বলেন, ‘আমার মনে হয় না আমি এমন ছবির গান লিখতে পারব যার নাম কুছ কুছ হোতা হ্যায়।’ নবাগত করণ আশাবাদী ছিলেন, তবে জাভেদ আখতার তাঁকে খালি হাতে ফিরিয়ে বলেন, ‘পরে কখনও না হয় আমরা একসঙ্গে কাজ করব’। যদিও এই ছবি মুক্তি পাওয়ার পর নিজের ভুল বুঝতে পেরেছিলেন জাভেদ আখতার। করণ জানান, জাভেদ আখতার তাঁকে ফোন করে নিজের ভুল স্বীকার করে নিয়েছিলেন।
কুছ কুছ হোতা হ্যায় ছবির প্রতিটি গান ছিল সুপারহিট। টাইটেল ট্র্যাক থেকে কোই মিল গায়া কিংবা ইয়ে লড়কা হ্যায় দিওয়ানা-- আজও সেই গান ফেরে শাহরুখ-কাজল ভক্তদের মুখে মুখে। যতীন-ললিত জুটির কম্পোজ করা এই গান লিখেছিলেন সমীর।
একই সাক্ষাৎকারে করণ জোহর জানান এই ছবির কাস্টিংয়ের জন্য কম কাঠখড় পোড়াননি তিনি। অমনের চরিত্রের জন্য চন্দ্রচূড় সিং সইফ আলি খানের মতো তারকাদের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু শাহরুখ-কাজলের ছবিতে দ্বিতীয় লিডের চরিত্রে অভিনয় করতে রাজি হননি কেউই। এই ছবি আর তৈরি হবে না, এমনই আশাহত অবস্থায় একদিন চাঙ্কি পাণ্ডের পার্টিতে পৌঁছেছিলেন করণ। সেখানেই সলমন খান যেচে এসে তাঁকে বলেন, ‘শুনলাম তুই শপিং করতে বেরিয়েছিলি, কিন্তু হাত খালি’। এরপর সলমন তাঁর কাছ থেকে ছবির চিত্রনাট্য শুনতে চান। পরদিনই সলমনের কাছে পৌঁছেছিলেন করণ। অর্ধেক ছবির গল্প শুনেই করণের ছবির অংশ হতে রাজি হয়ে যান সলমন।
হতবাক হয়েছিলেন করণ। কারণ তখনও অমনের এন্ট্রি হয়নি গল্পে, করণ ভেবেছিলেন সলমন বুঝি ভাবছেন রাহুলের চরিত্র তাঁকে অফার করবেন। খানিক ভয়ে ভয়েই জানিয়েছিলেন রাহুলের চরিত্রটা শাহরুখ করছে। সলমন স্পষ্ট বলেছিলেন, ‘গল্প শোনার দরকার নেই, আমি তোর বাবার জন্য এই ছবিটা করব সেটা যেই চরিত্রই হোক'।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports