প্রত্যেক বছরের মতো এ বছর জন্মদিনেও তিরুপতির তিরুমালা মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে প্রত্যেক বছর জন্মদিন সেলিব্রেট করেন জাহ্নবী। এ দিন মন্দিরে অভিনেত্রীর সঙ্গে পুজো দিতে গিয়েছিলে চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়া, কাছের বন্ধু ওরি এবং তুতো বোন মহেশ্বরী। অভিনেত্রীর মন্দির থেকে বেরিয়ে আসার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
তিরুপতিতে জাহ্নবী
বুধবার ২৭ বছরে পা রেখেছেন জাহ্নবী কাপুর। এ দিন লাল শাড়ি, কানে ঝুমকো পরে সেজে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। শিখর এবং ওরি এ দিন অঙ্গবস্ত্রম এবং ভেষ্টি পরেছিলেন। শ্রদ্ধা ভরে পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে বাইরে এসেও মাটিতে মাথা ঠেকিয়ে নমস্কার করেন জাহ্নবী। অভিনেত্রীকে দেখে মন্দির চত্বরে ভিড় জমে গিয়েছিল। ভক্তরা সেলফি নেওয়ার আবদারও রাখেন জাহ্নবীর কাছে। আরও পড়ুন: জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার দিলেন জাহ্নবী, প্রকাশ্যে ‘দেবরা’র নতুন পোস্টার