বহুদিন ধরেই তিনি বড় পর্দা থেকে দূরে। আপাতত তাঁর অনুরাগী এবং দর্শকরা তাঁকে ছোট পর্দায় দিদি নম্বর ওয়ান রিয়েলিটি শোতে দেখতে পান। সেটার সঙ্গে তিনি তাঁর ব্যবসা এবং হুগলির দায়িত্ব সামলাচ্ছেন। এসবের মাঝেই কি বড় পর্দায় কামব্যাক করছেন রচনা বন্দ্যোপাধ্যায়? কী জানালেন?
আরও পড়ুন: ক্লাসিক্যাল স্টাইলে ব্রেকআপ সং, আশা ভোঁসলের সঙ্গে মানসীর তুলনা টানলেন করণ! কী বললেন শ্রেয়া-বিশালরা?
আরও পড়ুন: বসন্তে ফের প্রেমের রং লেগেছে স্বস্তিকার জীবনে? পূর্ণিমার রাতে কার সঙ্গে সমুদ্র সৈকতে কাটালেন সময়?
সিনেমায় ফেরা নিয়ে কী জানালেন রচনা বন্দ্যোপাধ্যায়?
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি তাঁর সিনেমায় অর্থাৎ বড় পর্দায় ফেরা নিয়ে কথা বললেন। জানালেন, 'এখনও পর্যন্ত ভাবিনি কিছু। দেখা যাক। ভবিষ্যতের কথা বলতে পারছি না। কিন্তু যদি এখনের কথা বলেন তাহলে বলব একদম সময় পাচ্ছি না।'
প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই তাঁর জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে সেখানকার উন্নয়নের কাজ দেখেন। এছাড়া বিবিধ অনুষ্ঠানের সময়ও তাঁকে হুগলির মানুষের পাশেই, তাঁদের সঙ্গেই সময় কাটাতে দেখা যায়। এদিন তিনি যোগ দিয়েছিলেন পোলবায় অনুষ্ঠিত হওয়া একটি রক্তদান শিবিরে। সেখান থেকেই দিদি নম্বর ওয়ান বলেন, 'আমার জেলায় যা যা অনুষ্ঠান হয় সব জায়গায় যাওয়ার চেষ্টা করি।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, ২০২৪ সালে দিদি নম্বর ওয়ানে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই উসকে গিয়েছিল অভিনেত্রীর রাজনীতিতে আসার জল্পনা। পরে সেটাই সত্যিই হয়। লোকসভা নির্বাচনে তিনি হুগলি কেন্দ্র থেকে লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েন এবং বিজয়ী হন। যদিও সেই সময় থেকে নানা সময় একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত তিনি দিদি নম্বর ওয়ান, এবং হুগলির কাজ নিয়েই বেশ ব্যস্ত। তাই এখনই তাঁকে যে বড় পর্দায় দেখা যাবে না সেটা স্পষ্ট।
আরও পড়ুন: ২ মিলিয়ন ভিউজে আয় মাত্র ১২ ডলার! মাথায় হাত কন্টেন্ট ক্রিয়েটরদের, খুশি নেটপাড়ার একাংশ, কেন?