
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টলিপাড়ায় যেন বিয়ের ধুম লেগেছে। চলতি বছর একঝাঁক তারকা বসেছেন বিয়ের পিঁড়িতে। ডাক্তার বর শুভদীপের গলায় মালা দেন অভিনেত্রী শ্রীপর্ণা। সন্দীপ্তা সেন গাঁটছড়া বাঁধলেন হইচইয়ে উচ্চপদে কর্মরত সৌম্যর সঙ্গে। যদিও সবথেকে বড় চমকটা এসেছিল সৌরভ দাস আর দর্শনা বণিকের থেকে। দুজনে যে প্রেম করছেন বা বিয়ের কথা ভাবছেন, সেটারও আভাস ছিল না বেশিরভাগের কাছেই।
যদিও আদৃত রায় আর কৌশাম্বি চক্রবর্তীর প্রেমটা শুরু হয়েছে মিঠাই ধারাবাহিকে কাজ করার সময় থেকেই। অনস্ক্রিন দুজনকে দেখা গিয়েছিল ভাই-বোনের চরিত্রে। তবে পর্দার দিদির প্রেমে পড়ে যান ‘উচ্ছেবাবু’ রিয়েল লাইফে। সম্পর্কে শিলমোহর সেভাবে দেননি কেউই। তবে একাধিক অনুষ্ঠানে দুজনের একসঙ্গে থাকার আভাস পেয়েছে নেটপাড়া।
শোনা যাচ্ছে, ২০২৪-এর শুরুতেই নাকি হবে বিয়েটা। কেনাকাটাও চলছে জোরকদমে। টিভিনাইন-কে আদৃত ঘনিষ্ঠ এক সূত্রও নাকি শিলমোহর দিয়েছে এতে। নিশ্চিত করেছে, এটা গসিপ নয়। জলদি দুজন বসছে বিয়ের পিঁড়িতে।
কাজের সূত্রে, কৌশাম্বি বর্তমানে ব্যস্ত রয়েছেন ধারাবাহিক ফুলকি নিয়ে। ইতিমধ্যেই তাঁর চরিত্র মন কেড়েছে দর্শকের। টিআরপি তালিকাতেও বেশ উপরে থাকে ফুলকি প্রতি মাসে। অন্য দিকে, এসভিএফ-এর প্রযোজনায় কমার্শিয়াল ছবি ‘পাগল প্রেমী’তে দেখা যাবে আদৃতকে। শ্যুটিংয়ের একাধিক দৃশ্য ভাইরালও হয়েছে ইতিমধ্যে সোশ্যালে।
দিদি নম্বর ১-এ এসে সোজাসুজি না হলেও, একটু ঘুরিয়ে আদৃতের সঙ্গে প্রেমে শিলমোহর দিয়েছিলেন কৌশাম্বি। বলেছিলেন, ‘আমিও উচ্ছে খেতে ভালোবাসি’। শুধু তাই নয়, তাঁদের সম্পর্কে যে বাবা-মায়ের সম্মতি আছে, নিশ্চিত করেছিলেন সেটাও।
জন্মদিনে মা আর কৌশাম্বির সঙ্গে আদৃত।
এর আগে একবার বিয়ের কথা জানা গিয়েছিল আদৃতের। ২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ‘মিঠাই’-এর নায়কের। অনেকেই সেইসময় ভেবেছিলেন, হয়তো করোনার কারণে তা পিছিয়ে গিয়েছে। যদিও পরে হঠাৎই খবর আসে বিয়ে করছেন সুপ্রিয়া। সেই সময়, অনেকেই ধারণা করেছিলেন হয়তো বা পর্দার নায়িকা সৌমিতৃষার সঙ্গে সম্পর্কের কারণেই ভেঙেছে সে বিয়ে।
‘প্রেম আমার টু’, ‘নুর জাহান’, ‘পাসওর্য়াড’, ‘পরিণীতার’ মতো সিনেমাতে এর আগে কাজ করেছেন আদৃত। ছোট পর্দায় প্রথম কাজ ছিল মিঠাই। তবে বড় পর্দা তাঁকে যে জনপ্রিয়তা দিয়ে পারেনি, তা দিয়েছিল ছোট পর্দা। সঙ্গে মিষ্টি প্রেমিকা কৌশাম্বিকেও! দুজনের বিয়ের খবর চাউর হওয়ার পর থেকেই উত্তেজনায় টগবগিয়ে ফুটছে এই জুটির ভক্তরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports