৩ জানুয়ারি বুধবার, গাঁটছড়া বেঁধেছেন আমির কন্যা ইরা। এই বিয়েতে উপস্থিত ছিলেন আমিরের পরিবারের অনেকেই। দেখা গিয়েছে আমিরের ভাইঝি জেইন মেরি খান ও ভাগ্নে ইমরান খানকে। ইমরানের সঙ্গে ছিল তাঁর মেয়ে ইমারা। ইরার বিয়ের অনুষ্ঠানে ইমরান খানের বর্তমান বান্ধবী লেখা ওয়াশিংটনও আমন্ত্রিত ছিলেন। তাঁকেও দেখা গিয়েছে জেইন মেরির পোস্টে।
আমিরের ভাইঝি জেইন মেরি নিজেই ইরার বিয়ের অনুষ্ঠান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেই ছবিতেই দেখা গিয়েছে ইমরান ও ইমারাকে। জেইন লিখেছেন, ‘আমি হলাম কনের বোন। আর আমি আগামী দশ দিন তাই এটা নিয়ে কাঁদব। ইরা খান, আমি এখনও বিশ্বাস করতে পারছি না. যে এই তো সেদিন তুমি এত ছোট্ট ছিলে। আর এখন তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষের একজনকে বিয়ে করছো। আআআহহহ আমি শুধু এভাবে কাঁদব। তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। নূপুর তোমাদের জন্য প্রার্থনা রইল।’
আরও পড়ুন-মেয়ে ইরার বিয়ে, প্রথম স্ত্রী রিনার সামনেই কিরণের গালে চুমু আমিরের, নেটপাড়া বলছে…
আরও পড়ুন-ইরার গায়ে হলুদ, মহারাষ্ট্রীয়ান স্টাইলে শাড়ি পরলেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী, এটা কী পরেছেন হবু কনে!
আরও পড়ুন-ইরা-নূপুরের বিয়ের বিশেষ মেনু ফাঁস করলেন হোটেলের বাবুর্চি, ছিল ক্যালোরি হীন চকোলেট!