আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস (Emmy Awards-2023)এর মঞ্চে ভারতীয়দের জয়জয়কার। সেরা অভিনেতা হিসাবে মনোনয়ন পেয়েছেন জিম সর্ভ। এছাড়াও মনোনীতদের তালিকায় রয়েছেন শেফালি শাহ, বীর দাস। বিশেষ সম্মান পাচ্ছেন একতা কাপুর। শেফালি শাহ ওয়েব সিরিজ ‘দিল্লি ক্রাইম ২’-এর জন্য আর জিম সর্ভ ‘রকেট বয়েজ’-এর জন্য মনোনয়ন পেয়েছেন। আর বীর দাস নেটফ্লিক্সে কমেডি স্পেশাল ল্যান্ডিংয়ের জন্য মনোনীত হয়েছেন।
আগামী ২০ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে এমি অ্যাওয়ার্ডস। সেখানে ১৪টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। যেখানে সারা বিশ্বের মোট ৫৬জন তারকা মনোনয়ন পেয়েছেন। জিম সর্ভ রকেট বয়েজে হোমি জাহাঙ্গির ভাবার ভূমিকায় অভিনয় করেছেন। সেরা ক্যাটাগরিতে তাঁর সঙ্গে লড়াইয়ে রয়েছেন অভিনেতা গুস্তাভো বাসানি, মার্টিন ফ্রিম্যান, জোনাস কার্লসন। অন্যদিকে শেফালি শাহ দিল্লি ক্রাইম-২ এর জন্য মনোনয়ন পেয়েছেন। তাঁর সঙ্গে লড়াইয়ে রয়েছেন ডেনমার্কের কোনি নীলসেন, আমেরিকার বিলি পাইপার, মেক্সিকোর কার্লা সুজার। অন্যদিকে বীর দাস মনোনীত হয়েছেন তাঁর কমেডি স্পেশাল শোয়ের জন্য।
আরও পড়ুন-সাংবিধানিক পদে থেকে দেশের বিরুদ্ধে কাজ! বিবেকের অভিযোগের পর আইনি পথে হাঁটছেন শশী?