
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ র শেষ একটি পর্বে বিশ্বরূপের গান শুনে যারপরনাই বিরক্ত হয়েছিলেন বিশাল দাদলানি। করেছিলেন বিস্তর বকাঝকা। কিন্তু এদিন মঞ্চে কী এমন হল যে একেবারেই উল্টো সুরে কথা বললেন তিনি? দুনিয়ার সামনেই বা কী বললেন?
আগামী শনি এবং রবিবার ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে রাজ কাপুর বিশেষ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। আর সেখানেই বিশেষ অতিথি হিসেবে হাজির থাকবেন করিশ্মা কাপুর। তাঁর সামনে এদিন এই পর্বে বাংলার অন্যতম প্রতিযোগী বিশ্বরূপ চক্রবর্তী দোস্ত দোস্ত না রাহা গানটি গেয়ে শোনাবেন। আর তাঁর সেই গান শুনে রীতিমত কান্নায় ভেঙে পড়বেন করিশ্মা কাপুর। শুধু তাই নয়, কেঁদে ফেলবেন বিশ্বরূপের স্ত্রীও। সেই ঝলক এদিন সোনি চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হয়।
তবে এই প্রোমো ভিডিয়োতে সবথেকে বেশি নজর কেড়েছে বিশাল দাদলানির মন্তব্য। তিনি আগের দিন বিশ্বরূপ চক্রবর্তীর পারফরমেন্সে ভীষণই বিরক্ত গিয়েছিলেন। বলেছিলেন, 'মন দিয়ে গাও, নইলে বাড়ি যাও।' কিন্তু এদিন বিশ্বরূপের গান শুনেই বলে ওঠেন, 'মনে নিয়ে যাও।' একই সঙ্গে নিজের ভুল শুধরে নিয়ে বলেন, 'গোটা দুনিয়ার সামনে বলতে চাই, এটার থেকে বড় আনন্দের কথা কিছু নেই যে তুমি আমায় ভুল প্রমাণ করলে।' প্রতিযোগী নিজেও নিজের ভুল বুঝতে পেরে বলেন, 'এটা স্যার না বললে ভাবতাম না। ভুল শুধরে নিতাম না।'
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।
আরও পড়ুন: বিশ্বজিতের কোলে বসা একরত্তি কিন্তু টলিউড - বলিউড কাঁপাচ্ছে, দেখুন তো চিনতে পারছেন অভিনেতাকে?
6.88% Weekly Cashback on 2025 IPL Sports