প্রতি বছরের মতো এই বছরও পরিবার এবং প্রেমিকার সঙ্গে দীপাবলি সেলিব্রেশন করলেন অভিনেতা হৃতিক রোশন। সেই ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। হৃতিকের পরিবারের সঙ্গে দীপাবলি পার্টিতে যোগ দিয়েছেন প্রেমিকা সাবা আজাদও।
পরিবারের সঙ্গে দীপাবলি পার্টির গেট-টুগেদারের ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে হৃতিক লিখেছেন, ‘শুভ দীপাবলি সুন্দর মানুষদের সঙ্গে’। সঙ্গে ক্য়াপশনে জুড়েছেন লাল হৃদয়ের ইমোজি। ছবিতের হৃতিকের পরিবারের সঙ্গেই পোজ দিয়েছেন সাবা। দুই তারকা জুটির ঠোঁটে উজ্জ্বল হাসি। সবুজ ব্লাউজ এবং লাল রঙের ঘাঘরা পরেছেন গায়িকার। হৃতিকের পরনে কালো স্যুট-প্যান্ট। অভিনেতার বাবা-মা রাকেশ এবং পিঙ্কি রোশনও পাশাপাশি দাঁড়িয়ে পোজ দিয়েছেন ছবিতে। পশমিনা রোশনও পার্টিতে যোগ দিয়েছেন। আরও পড়ুন: কী ভেবেছিলেন, আর কী হল! লুই ভিতোঁর সঙ্গে কাজের পরে ধারণাই বদলে গেল দীপিকার