র্যাপার তথা গায়ক ইয়ো ইয়ো হানি সিং জানিয়েছেন যে, তিনি এবার সত্যি সত্যি প্রেমে পড়েছেন! সম্প্রতি তিনি একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় জানান যে, তিনি প্রেম করছেন, এবং এই সম্পর্কটা নিয়ে তিনি খুবই সিরিয়াস।
সঙ্গীত পরিচালক তাঁর প্রেম সম্পর্কে বলেন, ‘এখন আমি প্যাশনেট ভাবে প্রেমে আছি। আমি যা করেছি তা চরমভাবে করেছি। এটা সবসময় চরম ছিল।’
আরও পড়ুন: মাসে ২ লাখ টাকা খরচ, খুলতে না খুলতেই বন্ধ নন্দিনীর এসি রেস্তোরাঁ! কী বলছে বাবা
পাশাপাশি হানি সিং তাঁর সঙ্গে অভিনেত্রী হীরা সোহলের প্রেমের গুঞ্জনও সম্প্রতি তিনি উড়িয়ে দেন। সেপ্টেম্বরে, হীরা সোহেল মুম্বইয়ে তাঁর কনসার্টে যোগ দেওয়ার পরই এই জল্পনা শুরু হয়েছিল। সেখান থেকেই রটে গিয়েছিল যে, তাঁরা একে অপরকে ডেট করছেন। পরে ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হানি সিং স্পষ্ট করে দিয়েছিলেন যে, তিনি তখন সম্পর্কের মধ্যে ছিলেন না।
এই প্রসঙ্গে গায়ক বলেছিলেন, ‘অনেকেই আসে আবার চলেও যায়, ওরকম ভাবে এখনও পর্যন্ত আমার কোনও গার্লফ্রেন্ড নেই। আসলে আমার অনেক বন্ধু রয়েছে।’ হীরা সোহল সম্পর্কে তিনি মজা করে এই গুজব উড়িয়ে দিয়েছিলেন। খানিক লজ্জা পেয়েই তিনি বলেছিলেন, ‘না না… এখন না... আগে কিছু হোক, তারপর এই নিয়ে কথা বলা যাবে।’
অভিনেত্রী তথা মডেল টিনা থাদানির সঙ্গে একটা সময় হানি সিংকে খুব দেখা যেত। ২০২৩ সালে বেশ কয়েক মাস ধরে তাঁরা ডেট করেছিলেন বলে জানা যায়। ওই সাক্ষাৎকারেই, তিনি টিনার প্রতি তাঁর গভীর ভালবাসা এবং তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া সম্পর্কে অকপটে নানা কথা ভাগ করে নিয়েছিলেন।
আরও পড়ুন: ‘আলিয়ার সঙ্গে কাজ করলে পরের ছবির ব্যান্ড বেজে যাবে’, কেন এমন বললেন 'জিগরা'র পরিচালক ভাসান বালা?
এই প্রসঙ্গে হানি সিং বলেছিলেন, ‘শেষ আমি যে সম্পর্কে ছিলাম, সেখানে আমার সবটাই ছিল। আমি তাঁর প্রেমে পাগল ছিলাম। আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কখনও কিছু গোপন করিনি। তাই এখন আমি ধীরে ধীরে সবটা বুঝে শুনে তবেই এগোতে চাই।’