
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একমাস অতিক্রান্ত। এই বলিউড অভিনেতার মৃত্যুর শোক এখনও ভুলতে পারেননি অনুরাগীরা। আত্মহত্যা করেছেন সুশান্ত, মুম্বই পুলিশের এই দাবি মেনে নিতে পারছেন না অভিনেতার ভক্তরা। তাই শুরু থেকেই এই মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁরা। শুধু সুশান্ত ভক্তরাই নন, রূপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমন সহ বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বরাও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। এবার বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব জানালেন এই মামলার সিবিআই তদন্তের জন্য স্বারাষ্ট্র মন্ত্রীকে লেখা চিঠির জবাব পেয়েছেন তিনি। অমিত শাহ তাঁকে জানিয়েছেন এই চিঠি সংশ্লিষ্ট মন্ত্রককে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পাপ্পু যাদব সেই চিঠির প্রতিলিপি টুইট করে লেখেন, 'অমিত শাহজি আপনি চাইলে এক মিনিটেই সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের আদেশ দিতে পারতেন,দয়া করে টাল বাহানা করবেন না! বিহারের গৌরব চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুত,তাঁর মৃত্যুর তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানিয়েছিলাম। উনি সেই চিঠি সংশ্লিষ্ট দফতরে ফরওয়ার্ড করেছেন।
পাপ্পু যাদব যে চিঠির প্রতিলিপি টুইট করেছেন, সেই অনুযায়ী কর্মিবর্গ মন্ত্রকের অনুমোদনের জন্য চিঠিটি ফরওয়ার্ড করেছেন অমিত শাহ। সেই দফরতের অনুমোদন মিললেই মামলার তদন্তে নামবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সুশান্তের আত্মহত্যার কারণ জানতে ইতিমধ্যেই প্রায় ৩৪ জনকে জেরা করেছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর আগামী ১০-১৫ দিনের মধ্যেই ফরেনসিক রিপোর্ট হাতে পাবে মুম্বই পুলিশ। সেই রিপোর্ট মিললেই তদন্তকারীরা নিজেদের ফাইনাল রিপোর্ট তৈরি করবেন। এর মধ্যে জানা যাচ্ছে সুশান্তের রাঁধুনি নীরজ ও দিদি মিতুকে ফের একবার জেরা করতে পারে মুম্বই পুলিশ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports