বিগত কয়েকদিন ধরেই দেবের উপর ক্ষোভ উপছে পড়ছে বাংলার মানুষের। এতদিন দল-মত নির্বিশেষে অভিনেতা ভালোবাসা পেয়ে এসেছিলেন বাংলার মানুষদের। টিএমসি নেতা, সাংসদ হয়েও, অন্য দলের কাওকে ব্যক্তিগত আক্রমণ না করে, তিনি হয়েগিয়েছিলে ‘বাস্তবের হিরো’। তবে সেই সৌজন্যের ছাপ, আরজি কর কাণ্ডে না আসতেই, ফুঁসে উঠেছে জনগন।
আরজি কর মেডিকেল কলেজে ডিউটিরত অবস্থায় মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় তপ্ত বাংলা। রোজ একাধিক প্রতিবাদ মিছিল নামছে রাস্তায়। নিজের খাদান সিনেমার কাজ শেষ করে বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন সৌদি আরবে ছুটি কাটাতে। রাজ্য তখন উত্তপ্ত তরুণী ডাক্তারের নৃশংস পরিণতি নিয়ে। মাঝে খাদানের টিজার মুক্তি স্থগিত রাখা ছাড়া, গোটা ঘটনায় চুপ তিনি। এদিকে, দেশে ফিরতেই বিপত্তি। অভিনেতাকে হাসপাতালে ছুটতে হয়, কারণ বাবা অসুস্থ।
তবে নেটপাড়ার একটা অংশের মতে, বাবার অসুস্থতা নিয়ে ইমেজ শুধরাতে চাইছেন দেব! সবটাই নাকি ভুয়ো। যদিও এই দাবি সঠিক নয়। অভিনেতার বাবা গুরুপদ অধিকারীর বুকে হঠাৎই ব্যথা শুরু হয়। তড়িঘড়ি তখনই তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাকতালীয়ভাবে সেদিনই ফিরেছিলেন দেব-রুক্মিণী। সেখানে অ্যাঞ্জিওগ্রাম-সহ একাধিক টেস্ট করানো হয়েছে। কিছুর রিপোর্ট আসা এখনও বাকি।
সব পরীক্ষার ফলাফল দেখে, তারপর ট্রিমমেন্ট শুরু করা হবে বলে খবর হাসপাতাল সূত্রে। এমনকী, অস্ত্রোপচারের দরকার আছে কি না, সেটাও বোঝা যাবে রিপোর্ট হাতে এলেই। যদিও খবর, এখন দেবের বাবার অবস্থা অনেকটাই স্থিতিশীল।
আরও পড়ুন: ছুঁতে চলল ৩০০ কোটি! স্ত্রী ২-র বিরুদ্ধে বক্স অফিসে কে এগিয়ে, বেদা না খেল খেল মে
দেবের উপর সাধারণ মানুষের রোষ আরও বাড়ে, যখন তিনি সৌদি আরবে শরীরচর্চা করার একটি ছবি দেন সোশ্যালে। রুক্মিণী অবশ্য বুদ্ধিমানের মতো, বেড়ুবেড়ুর সব পোস্ট করা থেকে স্থগিত ছিলেন। তাই দেবের পোস্ট আসতেই, বাড়তে থাকে জনরোষ। কমেন্টে গিয়ে সমালোচনায় মুখর হন খোদ দেব-ভক্তরাই। প্রশ্ন ওঠে, তাঁর এতদিনের দেখানো সৌজন্যের রাজনীতি কি তাহলে সবটাই ছিল লোক দেখানো?
আরও পড়ুন: আরজি কর নির্যাতিতার ধর্ষণের ভিডিয়ো ও ছবি দেখার ‘চাহিদা’! খোঁজ চলছে পর্ন সাইটে
খাদানের টিজার মুক্তি ফিছিয়ে দিয়ে, দেবের টিম সোশ্যাল মিডিয়ায় লিখেছিল, ‘এখন আমাদের একমাত্র ফোকাস হল নির্যাতিতা তরুণী চিকিৎসক যেন সুবিচার পায়। অপরাধীর সাজা হোক। মৃতা চিকিৎসক তরুণীর পরিবারের প্রতি আমাদের সমবেদনা, এই কঠিন সময়ে বিচারের লড়াইয়ে আমরা তাঁদের সঙ্গে আছি’। আর সেটি পরে নিজে দেব পার্সোনাল অ্যাকাউন্ট থেকে শেয়ার করে বুঝিয়েছিলেন, তিনিও সহমত।