বিয়ে করলেন, পাকিস্তানের জনপ্রিয় 'পাসুরি' খ্যত গায়ক আলি শেঠি। গায়ক বিয়ে করেছেন তাঁর সহশিল্পী সলমন তূর-কে। জানা যাচ্ছে নিউ ইয়র্ক সিটিতে এক অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে এই বিয়ে সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত সলমন তূর হলেন পাকিস্তানি-আমেরিকান শিল্পী, দীর্ঘদিন ধরেই আলি শেঠির সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। তবে এবার তাঁদের বিয়ের খবরে নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
যদিও দুই শিল্পীর কেউই অফিসিয়ালি এই বিয়ের খবর নিশ্চিত করেননি। তবে এখবর সত্যি হলেই এটাই হবে পাকিস্তানে প্রথম হাই-প্রোফাইল সমকামী বিয়ে। এই সমকামী প্রেম ও বিয়ের কথা নিয়ে দুই শিল্পীকে আক্রমণ করতে ছাড়েননি পাক নেটনাগরিকদের একাংশ। ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ডিং আলি শেঠি ও সলমন তূরের বিয়ে। টুইটারে অনেকেই এই সমকামী বিয়ে নিয়ে আলি শেঠি ও সলমন তূরকে ট্রোল করতে ছাড়েননি। তবে আবার বহু মুক্তমনা পাকিস্তানি নেটনাগরিক তাঁদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি।
আরও পড়ুন-Exclusive Rukmini Maitra: লোকে বলে ট্যালেন্টেড নই, অভিনয় পারি না, তবে আমি জানি আমি পরিশ্রমী: রুক্মিণী
আরও পড়ুন-Exclusive Raj Chakraborty: রকি অউর রানি বাংলায় হলে চলত না, আমরা হিপোক্রিট: রাজ