১০ মার্চ আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হ্যারি পটার খ্যাত অভিনেতা সাইমন ফিশার-বেকার। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের পরিবেশ তৈরি হয়েছে গোটা হলিউড জুড়ে। মৃত্যুর সময় অভিনেতার বয়স ছিল ৬৩ বছর।
সাইমনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার ম্যানেজার, জাফরি ম্যানেজমেন্টের কিম ব্যারি এবং তাঁর সঙ্গী টনি। গত ১০ মার্চ কিম অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'আজ আমি শুধু আমার ক্লায়েন্টকে নয়, একজন কাছের বন্ধুকে হারালাম। ১৫ বছর ধরে আমার পাশে ছিলেন তিনি। এই ক্ষতি অপূরণীয়।'
আরও পড়ুন: সারেগামাপা জয়ী দেয়াশিনীর মদনপুরের গ্রামের বাড়ির সামনে পঞ্চায়েত সদস্যদের ভিড়, ব্যাপার কী?
আরও পড়ুন: বিয়ের পরেও একের পর এক পরকীয়া, ধরা পড়তেই এ কী করলেন অদিতি!
অভিনেতার সঙ্গী টনি সোশ্যাল মিডিয়ায় অভিনেতার মৃত্যুর খবরটি শেয়ার করে লিখেছেন, ভীষণ দুঃখজনক একটি ঘটনা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে এসেছি। আজ অর্থাৎ ১০ মার্চ দুপুর ২:৫০ মিনিট নাগাদ সাইমন মারা গেছেন।
'ডক্টর হু' নামক একটি জনপ্রিয় সিরিজের অভিনয় করেছিলেন সাইমন। এছাড়া 'পাপি লাভ' নামক একটি সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয় করেছিলেন সাইমন। অভিনয় করেছিলেন ওয়ান ফুট ইন দ্যা গ্রেভ, দ্যা বিল, লাভ স্যুপ, আফটারলাইফের মতো কিছু ব্রিটিশ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: ঋতুস্রাবের সময় কালীপুজোর কাজ করা যাবে না, অথচ যাঁর পুজো তিনি আদ্যোপান্ত একজন নারী: লগ্নজিতা
২০১২ সালে একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র লেস মিজারেবলসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। তবে একাধিক ধারাবাহিককে অভিনয় করলেও তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন 'হ্যারি পটার'- এ অভিনয় করে।
২০০১ সালে 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন' সিনেমায় হাফলপাফ হাউজের ভূত ফ্যাট ফ্রিয়ারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। মূলত হ্যারি পটারের হাত ধরেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা। সাইমনের মৃত্যু আরও একবার কিছুটা ফাঁকা করে দিল হগওয়ার্টসকে।