
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বক্স অফিস জুড়ে গদর ২ সুনামি। ৪০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে সানি দেওলের এই ছবি। তারা সিং আর সাকিনার প্রেমকথা দেখতে ২২ বছর পরেও হলে উপচে পড়ছে ভিড়। পুরোনো চরিত্রগুলোকে নতুন ছাঁচে দেখে মুগ্ধ অনুরাগীরা। পাশাপাশি এই ছবিতে শোনা গিয়েছে গদর-এর চার্টবাস্টার গানও। গদর ছবির দুটি জনপ্রিয় গান ‘মেয় নিকলা গড্ডি লেকে’ এবং ‘উড় যা কাল কাওয়া’ নতুন মোড়কে পেশ করা হয়েছে সিকুয়েলে। এই দুটি গানই কম্পোজ করেছিলেন উত্তম সিং। আজকের প্রজন্মের মিউজিক ডিরেক্টর মিথুন রি-অ্যারেঞ্জ করেছেন গান দুটি।
গোটা বিষয় নিয়ে ক্ষুব্ধ গদর-এর মিউজিক ডিরেক্টর। তিনি অমর উজালাকে দেওয়া সাক্ষাৎকারে জনান, ‘আমাকে গদর ২ ছবিতে কাজের জন্য ডাকা হয়নি। আমি কোনওদিন কারুর কাছে কাজ চাইতে পারি না, ওটা আমার ধাতে নেই। আশ্চর্যের ব্যাপার হল, ছবিতে তাঁরা আমার দুটো গান ব্যবহার করেছে। আমি শুনছি যে ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরেও আমার কম্পোজ করা পার্শ্ব সঙ্গীত ব্যবহার করা হয়েছে। তাঁদের উচিত ছিল আমার গান ব্যবহারের আগে অন্তত একবার ফোন করে আমাকে জানানোর, এইটুকু ভদ্রতাও দেখায়নি’।
ফোন করে কোনওরকম অনুমতি না নিলেও গানের ক্রেডিটে অরিজিন্যাল কম্পোজার হিসাবে উল্লেখ করা হয়েছে উত্তম সিং-এর নাম। ‘মেয় নিকলা গড্ডি লেকে’ গানটি গদর ছবিতে গেয়েছিলেন উদিত নারায়ণ, এইবার উদিতের সঙ্গে তাঁর ছেলে আদিত্য নারায়ণ এবং মিথুন গলা মিলিয়েছেন। ইউটিউবে গানে ভিউ সংখ্যা ৭ কোটি ছাড়িয়েছে। অন্যদিকে উড় যা কালে কাওয়া গানটি গেয়েছেন উদিত-অলকা জুটি। সেটিও সুপার ভাইরাল।
বিতর্কের মাঝেও ৬৫ বছরের সানির ঢাই কিলোর হাত যে আজও দর্শককে হলমুখী করতে সফল তা জ্বলজ্যান্ত প্রমাণ এই ছবি! প্রথম সপ্তাহেই ২৮৪ কোটি টাকার ব্যবসা হাঁকিয়েছিল গদর ২। দ্বিতীয় সপ্তাহেও সেই স্বপ্নের দৌড় জারি রয়েছে। ইতিমধ্যেই দেশের মার্কেটে আয়ের নিরিখে সলমনের ‘সুলতান’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘টাইগার জিন্দা হ্যায়'কে পিছনে ফেলেছেন সানি দেওল। ঢুকে পড়েছেন ৪০০ কোটির এলিট ক্লাবে।
সানি-আমিশারর কেরিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার গদর ২। বর্তমানে ২০২২ সালের সর্বাধিক উপার্জিত বলিউড ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘গদর ২’। প্রথমস্থানে শাহরুখের ‘পাঠান’। দেশের বাজারে এই ছবির আয় ছিল ৫৪৩ কোটি টাকা। সেই অঙ্ক পেরোতে পারবেন সানি? অসম্ভব নয়, ধারণা বিশেষজ্ঞদের। বুধবার পর্যন্ত বক্স অফিসে গদর ২-এর আয় ছিল ৪১১.১০ কোটি টাকা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports