
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হৃদরোগে আক্রান্ত হয়ে মাস কয়েক আগেই অকালে চলে গিয়েছেন কেকে। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তাঁর ভক্তরা। এর মাঝেই বুধবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ‘খবর’ ছড়াতে শুরু করে হার্ট অ্যাটাকের শিকার উদিত নারায়ণ। বেশ কিছু সংবাদমাধ্যমে অভিনেতার মৃত্যুর ভুয়ো খবরও চাউর হয়ে যায়। অনেকেই টুইটারে '#RIPUdit' লিখে শোকপ্রকাশ করতে থাকেন, এই সব থেকে কার্যত ভেঙে পড়েন উদিত-ভক্তরা। পরিবারের কাছ থেকে গায়কের শারীরিক সুস্থতা সম্পর্কে জানতে চাইছিলেন তাঁরা। অবশেষে গোটা বিষয় নিয়ে মুখ খুলেছেন গায়কের ম্যানেজার।
তিনি স্পষ্ট জানান, উদিত নারায়ণ সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হননি, এই সব খবর সর্বৈবভাবে মিথ্যা এবং ভুয়ো। উদিত নারায়ণের ম্যানেজার জানান, ‘উদিতজির শারীরিক কোনও সমস্যা হয়নি। উনি সুস্থ আছেন।’ তিনি আরও জানান, উদিত নারায়ণ নাকি এইসকল ভুয়ো রিপোর্টগুলি দেখে খুবই মর্মাহত।
এরপর শিল্পীর ম্যানেজার যোগ করেন, ‘আমার মনে হয় এই গুজব নেপাল থেকে ছড়িয়েছে। কারণ সে সকল মেসেজ বেশিরভাগ চোখে পড়ছে, সেগুলো নেপালের।’ সাফল্যের সঙ্গে বলিউডে ৪২ বছর পার করে ফেলেছেন উদিত নারায়ণ। নব্বইয়ের দশকের অন্যতম সফল গায়ক তিনি। দীর্ঘ কেরিয়ারে একাধিক হিট গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী এই গায়ক।
বলিউড তারকাদের মৃত্যুর ভুয়ো খবর এর আগেও অনেকবার রটেছে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে পরেশ রাওয়াল,মুকেশ খান্নাদের মৃত্যুর গুজব রটেছে হালফিলে। এবার এই গুজবের শিকার হলেন উদিত নারায়ণ। বহাত তবিয়তে আছেন গায়ক, এটা জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁর ভক্তরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports