দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির দুটো ছবিই ব্লকবাস্টার হিট। এবার জানা গেল এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ভাগ আসতে চলেছে। ফের বিজয় সালগাওকর হিসেবে বড় পর্দায় ধরা দেবেন অজয় দেবগন। চলতি বছর থেকেই শুরু হবে শ্যুটিং। প্রসঙ্গত ২০১৫ সালে প্রথমবার মুক্তি পায় দৃশ্যম। তার সাত বছর পর, ২০২২ সালে আসে দৃশ্যম ২। এবার পিঙ্কভিলার তরফে জানানো হল ফের পরিচালক অভিষেক পাঠকের সঙ্গে জুটি বেঁধে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগ আনতে চলেছেন অজয়।
দৃশ্যম ৩ নিয়ে কী জানা গেল?
সূত্রের খবর অনুযায়ী অজয় দেবগন প্রস্তুত দৃশ্যম ৩ এর জন্য। তাঁর কথায়, 'অজয়ের অন্য একটা ছবি করার কথা ছিল জুলাই অগস্ট মাসে। কিন্তু ও এখন দৃশ্যম ৩ ছবিটিকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে অন্যান্য ছবির থেকে। কিছু সপ্তাহ আগে অভিষেক পাঠক এবং অন্যান্য লেখকরা দৃশ্যম ৩ এর গল্প শোনান অজয়কে। আর সেই গল্প এবং তার টুইস্ট শুনে মুগ্ধ হয়ে যান। এক কথায় রাজি হয়ে যান ছবিটা করতে। ফলে তিনি দারুণ উচ্ছ্বসিত বিজয় সালগাওকর হিসেবে বড় পর্দায় ফিরতে।'
তবে জানা গিয়েছে দৃশ্যম ৩ ছবিটিতে হাত দেওয়ার আগে অজয় দেবগন দে দে পেয়ার দে, ধামাল ৪ এবং রেঞ্জার ছবিগুলোর কাজ শেষ করবেন। এর মধ্যে দে দে পেয়ার দে ছবিটির প্রোডাকশনের কাজ চলছে। ধামাল ৪ ছবিটির শ্যুটিং মার্চ ২০২৫ থেকে শুরু হচ্ছে। এরপর মে মাস থেকে শুরু হবে রেঞ্জার ছবির কাজ।
তারপর তিনি দৃশ্যম ছবির কাজ শুরু করবেন। ফলে সেই ছবির কাজ শুরু হতে হতে অগস্ট। দৃশ্যমের পর গোলমাল ৫ ছবিতে হাত দেবেন বলেই জানা গিয়েছে। তবে সেই ছবিটির স্ক্রিপ্ট লেখার কাজ এখনও চলছে বলেই জানা গিয়েছে। ফলে রোহিত শেট্টির এই কমেডি ফ্র্যাঞ্চাইজির ছবিটি নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।
সূত্রের তরফে জানানো হয়েছে, '২০২৫ এর শেষ পর্যন্ত অজয়ের হাতে ভর্তি কাজ। তিনি তাঁর হাতে থাকা প্রতিটি কাজ নিয়েই দারুণ কনফিডেন্ট। বিভিন্ন ধরনের ছবি করতে চাইছেন তিনি।'
প্রসঙ্গত অজয় দেবগনকে দর্শকরা আগামীতে রেইড ২ ছবিতে দেখতে পাবেন। সেই ছবিটি মে মাসের ১ তারিখে মুক্তি পাবে। এরপর জুলাইয়ের শেষ ভাগে আসছে তাঁর সন অব সর্দার ২।