বাঙালি বাড়িতে লোকে কুকুর-বিড়াল পোষেন, পাখিও পোষেন। তবে বাড়িতে কেউ সাপ পুষছেন,এমন বাঙালির কথা শুনেছেন কখনও? তবে জানেন কি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বাড়ির পোষ্য হল সাপ। তাও আবার যে সে সাপ নয়, পাইথন। শুনে চোখ কপালে উঠেছে নিশ্চয়! তবে এটাই ঘটেছে। পরিচালক আবার আদর করে পোষ্য পাইথনের নাম রেখেছেন ‘উলুপী’।
শুধু তাই য়,বনে জঙ্গলে থাকা এই পাইথন এখন থাকে সৃজিত মুখোপাধ্যায়ের লেক গার্ডেন্সের ফ্ল্যাটে, পরিচালকের বেডরুমে। সৃজিতের কোলে উঠে খেলা করে সে, আবার কখনও বই পড়ার সময় পরিচালককে সঙ্গ দেয় উলুপী। সম্প্রতি প্রিয় উলুপীকে নিয়েই অন্য সময় প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন পরিচালক। সৃজিত মুখোপাধ্যায়ের কথায়, তিনি ছোট থেকেই সাপ ভীষণ ভালোবাসেন। ছোটবেলায় সাপুড়েরা এলে তাঁদের সঙ্গে সময় কাটাতেন। বিদেশে গেলেও পেট শপে গিয়ে বল পাইথন কিংবা কর্ন স্নেকের সঙ্গে সময় কাটিয়েছেন ঘণ্টার পর ঘণ্টা।
আরও পড়ুন-‘আপনাকে দেখার পর তো আরও পছন্দ নয়!’ শিল্পীর আজব স্টাইল দেখে তাঁর সুন্দরী বউকে একী বলে বসলেন সৌরভ!
'দুধ কলা দিয়ে কালসাপ পোষা' এই কথাতে তাঁর একেবারেই বিশ্বাস নেই বলে জানিয়েছেন পরিচালক। সৃজিতের কাছে এটা নেহাতই কুসংস্কার। তাঁর কথায়, সাপ বিশ্বাসঘাতক নয়। বরং কিছু সাপ যেমন বল পাইথন ভালো পোষ্য। তাঁর কথায়, সে কথা ভাবতে গেলে তো কুকুরও কাউকে কামড়ে মাংস তুলে নিতে পারে। সব প্রাণীরই ‘এক্সট্রিম ম্যানিফেসটেশন’ আছে। ডোবারম্যান ব্যবহারের ধরন দিয়ে যেমন ল্যাবরাডর সম্পর্কে ধারণা করা উচিত নয়, তেমনই গোখরো, কেউটের মতো বিষধর সাপের সঙ্গে বল পাইথনের তুলনা হয় না।