ধনশ্রী বর্মা ক্রিকেটার স্বামী যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে তাঁর অনুগামীদের শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন। ঠিক কী লিখেছেন তিনি?
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা
ক্রিকেটার বর যুজবেন্দ্র চাহালের সঙ্গে ডিভোর্সের পথে হাঁটছেন ইউটিউবার কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা। দুদিন আগেই চাহালের আইনজীবী নীতিন কে গুপ্তা ডিভোর্সের আবেদনের খবর নিশ্চিত করেছেন। এদিকে ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবরের মাঝেই মহাশিবরাত্রির শুভেচ্ছা সকলের সঙ্গে ভাগ করে নিলেন ধনশ্রী বর্মা।
ইনস্টাগ্রামে ভগবান শিবের একটি ছবি শেয়ার করে ধনশ্রী ক্যাপশনে লেখেন, ‘যখন আপনি ভাববেন সব শেষ, তখনই তিনি শুরু করেন।’ ধনশ্রী সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ মহাশিবরাত্রি, ভগবান শিব আপনাকে সুখ, সমৃদ্ধি এবং শান্তির সঙ্গে তাঁর আশীর্বাদ বর্ষণ করুন।’