
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অবশেষে প্রকাষশ্য়ে এল দেবের পুজোর ছবি টেক্কা-র টিজার। বহুদিন ধরে লম্বা অপেক্ষা চলছে অভিনেতার নতুন সিনেমা মুক্তির। সেই ডিসেম্বরে তাঁকে শেষ দেখা গিয়েছে ‘প্রধান’-এ। এর আগেই ফার্স্টলুক দেখে ধারণা করা হয়েছিল যে, হয়তো বা কোনও গ্রে শেডের চরিত্রে দেখা যাবে দেবকে। আর টিজার থেকে সেটাই সত্যি বলে প্রমাণ হল।
১ মিনিট ২২ সেকেন্ডের টিজারে দেখা যাচ্ছে, একটি স্কুল ছাত্রীকে অপহরণ করে পালাচ্ছে দেব। পিছনে ধাওয়া করছে জনতা। এরপর ক্যামেরায় ধরা পড়ে, সেটি দেব। হাতে বন্দুক। তবে কোনো হিরোসুলভ চেহারা নয়। দেবকে দেখা গেল নোংরা জামা-প্যান্ট, বড় চুল, একটু ভবঘুরে লুকে।
এরপর দেখা যায়, সেই স্কুলছাত্রীকে উদ্ধার করার দায়িত্ব যে পুলিশ অফিসারের উপর বর্তায় তিনি রুক্মিণী। যেখানে বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই কথা বলতে হাজির হয় সে। দেবের সঙ্গে চলতে থাকে টানাপোড়েন।
দেবের চরিত্রকে বলতে শোনা যায়, ‘এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কী জানেন, গরীব হয়ে জন্মানো’। দেখা যায়, ছাত্রীটিকে বাঁচাতে র্যাফ পর্যন্ত নামানো হয়। সেই বাচ্চাটির মায়ের চরিত্রে রয়েছেন স্বস্তিকা। এবার দেখার, দেব কি সত্যিই ক্ষতি করবে অপহরণ করে রাখা বাচ্চা মেয়েটির। নাকি সমাজের কিছু কালীমালিপ্ত মানুষের মুখোশ খুলবে শুধু, যেমন সব সিনেমায় হয়ে থাকে! সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি বছরের দুর্গা পুজোতে।
আরও পড়ুন: ‘বাংলাদেশে মন্দির পাহারা দেবার জন্য মাদ্রাসার ছাত্রদের বসিয়ে…’: তসলিমা নাসরিন
দেব ট্রেলার শেয়ার করে টুইটারে লিখলেন, ‘বিদ্রোহ আর প্রাণের ঝুঁকি, তাসের দেশে প্রথম উঁকি…’। সঙ্গে আরও লেখেন, ‘অনেক বড় বাজি রাখা হয়েছে। সব পদক্ষেপই জুয়া। খেলা চলছে… খেলার সাহস আছে তো? এখনই দেখুন টেক্কার টিজার।’
আরও পড়ুন: এবার শুধু ‘আর কবে’ নয়, ঊষা উত্থুপের ‘জাগো রে’-ও হবে আরজি করের প্রতিবাদের ভাষা
দেবের এই টিজার টুইটে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘কী অসাধারণ ডায়লগ ডেলিভারি দেব। মনে হচ্ছে বুনো হাঁসের পর এটা তোমার সেরা পারফরমেন্স হতে চলেছে।’ দ্বিতীয়জন লিখলেন, ‘কী দিয়েছ বস! একের পর এক ধামাকা। এবার পুজো শুধু টেক্কার সঙ্গে।’ তৃতীয়জন লেখেন, ‘গায়ে কাঁটা দিল’।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports