
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাঙালির কাছে বড় আবেগ হল দুর্গা পুজো। তাই তো এক বছরের পুজো শেষ হতে না হতেই, পরের পুজো নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। তবে পুজোয় ঠাকুর দেখার সঙ্গে, উৎসব প্রিয় মানুষ আরও একটা কাজ করে মন দিয়ে। আর তা হল বাংলা সিনেমা দেখা। পুজোর ৪ দিনে, একটা অন্তত বাংলা ছবি তাঁরা দেখেই দেখে।
২০২৩ সালের পুজোতে দুর্দান্ত সাফল্য পেয়েছিল দেবের বাঘাযতীন ছবিখানা। সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতারকে। আর ২০২৪ সালের পাওনা হল, একসঙ্গে হাত মিলিয়ে ছেন দেব আর সৃজিত। জুলফিকরের পর তাঁদের একসঙ্গে ছবি টেক্কা। আর সেই ছবিই মুক্তি পাচ্ছে পুজোতে।
আরও পড়ুন: ১০০ কোটি আয়! ‘দাদা বউদি বিরিয়ানি’ দোকানের রোজগার শুনে দাদাগিরিতে চোখ কপালে সৌরভের
সৃজিতের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিলেন দেব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (আগের টুইটার)। আর সেখানেই সুখবর দিয়ে লিখলেন, ‘ফিঙ্গার ক্রসড… আশা করছি সব ভালো থাকবে।’ আর তারপরই হ্যাশট্য়াগে জুড়ে দিলেন, ‘#Pujo2024, #Tekka’। পৃথক একটি পোস্টে সৃজিত দিলেন, টেক্কার ফার্স্ট শিডিউলের শ্যুট শেষ হওয়ার খবরও।
আরও পড়ুন: হারালেন একে-অপরের চোখে! বিজ্ঞাপনের শ্যুটে রোম্যান্টিক সৌরভ-ডোনা, ছবি ভাইরাল
ক্রিসমাসের দিন ঘোষণা হয়েছিল টেক্কা-র। দেবের জন্মদিন উপলক্ষে ছবির টিজার পোস্টার প্রকাশ্যে আনেন সৃজিত। এটি একটি থ্রিলার ঘরনার ছবি। দেবের নায়িকা হিসেবে এখানে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এছাড়াও ছবিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দেখা মিলবে টোটা রায়চৌধুরীরও।
আরও পড়ুন: ‘মমতাকে নিয়ে সিনেমা…’, লোকসভা ভোটের আগে সৃজিত মুখার্জীর মুখে নতুন ছবির কথা?
ছবির ফার্স্ট লুক পোস্টার আভাস দিয়েছে এই গল্পের কেন্দ্রে থাকবে একটি মেয়ে। যার মাথায় বন্দুক ধরে আছে পাশে থাকা পুরুষটি। এবার প্রশ্ন এই বন্দুকবাজই কি দেব? নাকি দেব বাঁচাতে আসবেন খুদেকে? তা জানতে অপেক্ষা করতে হবে টিজার ভিডিয়ো কিংবা ট্রেলার আসার।
দেব টেক্কার মুক্তি ঘোষণা করতেই শুরু হল খাদান নিয়ে প্রশ্ন। দেবের প্রযোজনা সংস্থা এবং সুরিন্দর ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে এই অ্যাকশন প্যাকড ছবি। টেক্কা শেষ করেই খাদানের কাজে হাত দেবেন দেব বলে খবর ছিল। এমনকী আসানসোলে গিয়ে তিনি দেখে এসেছেন লোকেশনও। শোনা যাচ্ছে, বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করবেন দেব এই ছবিতে। অর্থাৎ দ্বৈত চরিত্র। দুই নায়িকাও থাকছে। বয়স্ক দেবের বিপরীতে থাকবেন বরখা বিস্ত, অন্যদিকে ইয়ং দেবের নায়িকা ইধিকা। এই সিনেমায় যিশুর থাকার কথাও ঘোষণা হয়ে গিয়েছে। তবে কবে ছবির মুক্তি তা নিয়ে এখনও মুখ খোলেনি কেউই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports