শুরুতেই শ্রীদেবীর সঙ্গে অভিনয়, তাও কেন বলি দুনিয়া থেকে হারিয়ে গেলেন এই অভিনেতা? Updated: 09 May 2025, 06:19 PM IST Swati Das Banerjee বলিউডে নিজের কেরিয়ার তৈরি করার জন্য প্রতিদিন মুম্বই ছুটে যান হাজার হাজার মানুষ। তবে এমন একজন নায়ক ছিলেন যার প্রথম অভিষেক হয়েছিল শ্রীদেবীর বিপরীতে অভিনয় করার মাধ্যমে। যশ চোপড়ার সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েও কেন তিনি হারিয়ে গেলেন বলিউড থেকে?