গুরমিত চৌধুরি এবং দেবীনা বন্দ্যোপাধ্যায় তাদের দুই মেয়ে লিয়ানা এবং দিবিশার জন্মদিন ও মুখেভাত উপলক্ষে গোটা পরিবারের সঙ্গে এসেছেন কলকাতায়। এই তারকা জুটির প্রথম সন্তান লিয়ানা ৩ এপ্রিল ১ বছর পূর্ণ করেন। আর ঠিক সেইসময়ই মুখেভাত দেওয়া হয় দ্বিতীয় সন্তানকে।
দেবিনা তাঁর কলকাতায় আসার আভাস আগেই দিয়ে রেখেছিলেন। তবে সেই সময় লিয়ানার জন্মদিনের কথাই শুধু বলেছিলেন। ছোট মেয়ে দিবিশার ‘অন্নপ্রাশন’-এর ছবি ভাইরাল হতেই উত্তেজিত অনুরাগীরা। আরও পড়ুন: নিককে দেখিয়ে প্রিয়াঙ্কাকে চুমু! আম্বানিদের অনুষ্ঠানে নাচের ফাঁকে রণবীর-এর কীর্তি ভাইরাল
দেখে নিন কলকাতায় পুরো পরিবারের সঙ্গে গুরমিত আর দেবিনা ও তাঁদের দুই মেয়ের ছবি-
এই বিশেষ দিনে ম্যাচিং পোশাকে সেজেছিল দুই বোন। লাল এবং বেইজ ব্রোকেডের পোশাকে দুজনেই যেন ছোট দুটো পুতুল। লাল পাড়ের সাদা শাড়ি পরেছিলেন দেবিনাও। চুলের খোঁপায় ফুলের মালা। ধুতি-পঞ্জাবিতে গুরমিতও পুরো বাঙালিবাবু। আরও পড়ুন: ডিভোর্সের ৩ বছরের মাথায় ফের বিয়ে বাদশার! খবর, জলদিই মালা দেবেন এই কন্যের গলায়
এই বিশেষ দিনে দেবিনা ও গুরমিত শহরের এক জনপ্রিয়া জয়েন্টে পরিবারকে নিয়ে একসঙ্গে সময় কাটান। দেখে নিন সেই ভিডিয়ো-