
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ডেভিড ওয়ার্নারের একটি ম্যাচের টিকিটের উপর এসএস রাজামৌলি ডিসকাউন্ট চাওয়ায় এটা কী কাণ্ড ঘটিয়ে বসলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার! শর্ত না মানায় কিনা জোর করে রাজামৌলি নির্দেশনায় তৈরি হওয়া একটি বিজ্ঞাপনে ঢুকে পড়লেন তারপর...? শেষ পর্যন্ত কি ছাড় পেলেন আরআরআর পরিচালক?
নতুন একটি বিজ্ঞাপনে জুটি বাঁধতে দেখা গেল আর আর আর খ্যাত পরিচালক এসএস রাজামৌলি এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে। বিজ্ঞাপনের শুরুতে দেখা যাচ্ছে রাজামৌলি ওয়ার্নারকে ফোন করেছেন, যাতে সেই অস্ট্রেলিয়ান ক্রিকেটার তাঁর ম্যাচের টিকিটের উপর কিছুটা ছাড় দেন রাজামৌলিকে। এই কথা শুনে ঘরে আয়েশ করে সোফায় শুয়ে থাকা ওয়ার্নার বলেন, ' রাজা স্যার আপনার যদি CRED ইউপিআই থাকে তাহলে আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন।' তখন এসএস রাজামৌলি বলেন, 'যদি এমনই ইউপিআই থাকে তাহলে?' উত্তরে ওয়ার্নার বলেন, 'তাহলে আপনাকে আমাকে একটা সাহায্য করতে হবে। আমার হয়ে একটা কাজ করতে হবে।' কী সেই কাজ? তাঁকে দিয়ে অভিনয় করানো।
আরও পড়ুন: একসঙ্গে দুজন মহিলার সঙ্গে মাখোমাখো প্রেম! তারপর...? জীবনের গোপন গল্প ফাঁস করে কী বললেন কার্তিক?
আরও পড়ুন: 'শেষ স্মৃতি...' থামল ওম - শ্রাবণের সফর, লাভ বিয়ে আজকালের শেষদিনের শ্যুটিংয়ে মন খারাপ তৃণা - ওমদের
আর ওয়ার্নারকে দিয়ে অভিনয় করাতে গিয়ে কালঘাম বেরিয়ে যায় এসএস রাজামৌলির। ভুলভাল কাজ, সংলাপ, অভিনয় দেখে পাগল হয়ে যান পরিচালক। তাই ছাড়ের বদলে ক্যাশব্যাক পাওয়াই শ্রেয় মনে করেন। তাই তিনি তড়িঘড়ি সেই CRED ইউপিআই ডাউনলোড করে তার থেকেই টিকিট কেটে নেন ডেভিড ওয়ার্নারের এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য!
এসএস রাজামৌলি এবং ডেভিড ওয়ার্নার দুজনেই তাঁদের টুইটার অর্থাৎ যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে এই ভিডিয়ো পোস্ট করেছেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যাপশনে লেখেন, 'ওয়ার্নার ব্রোজ।' পরিচালক লেখেন, 'আমার জীবনের সব থেকে লম্বা শ্যুট।' ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। পেয়েছে ১.৬ মিলিয়ন ভিউজ।
আরও পড়ুন: রাজনীতিতে আসার নেপথ্যে স্রেফ জনসেবা, দাবি রচনার! বললেন, 'এতদিন অনেক পেয়েছি, এবার...'
নেটিজেনরা দারুণ মজা পেয়েছেন এই ভিডিয়ো দেখে। এক ব্যক্তি বলেন 'ডেভিড ভাইকে কেউ আধার কার্ড দে রে।' কেউ আবার বলেন, 'এটি এই যুগের অন্যতম আইকনিক বিজ্ঞাপন হয়ে থেকে যাবে। দারুণ মজার।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আজ ইন্টারনেটে দেখা সব থেকে মজার জিনিস।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'ওয়ার্নার কি এবার ভারতীয় সিনেমায় পা রাখতে চলেছেন নাকি?'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports