নাম স্যান্ডি সাহা, সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁকে অনেকেই চেনে! তবে এবার বিশেষ কারণে আলোচনায় স্যান্ডি সাহা। ফের একবার MTV রোডিজ-এ দেখা যেতে চলেছে তাঁকে। এর আগে ২০১৮তে MTV-রোডিজের প্রতিযোগী হিসাবে তাঁকে দেখা গিয়েছিল। তবে এবার তিনি সঞ্চালকের ভূমিকায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখবর নিজেই জানিয়েছেন স্যান্ডি।
স্যান্ডি সাহা বলেছেন, এবার তাঁকে দেখা যাবে কাণ্ডকুমারের ভূমিকায়। আজতক বাংলাকে স্যান্ডি জানিয়েছেন, এবার তিনি থাকছেন রোডিজের সোশ্যাল মিডিয়া হোস্ট হিসাবে। সাধারণত তিনি যেধরনের কনটেন্ট করেন বোল্ড এবং কৌতুক মিশিয়ে, সেধরনের কনটেন্টই থাকবে। টেলিভিশনের মূল সঞ্চালক সোনু সুদ, তাঁর সঙ্গেই ভিডিয়ো বানাচ্ছেন তিনি, সঙ্গে থাকছেন বিচারকরাও। এই মুহূর্তে তিনি শ্যুটিংয়েই ব্যস্ত রয়েছেন। রোডিজের সোশ্যাল মিডিয়ার জন্য যত কনটেন্ট হবে, সেগুলি তিনিই করছেন।
আরও পড়ুন-সলমনের বোন বলেই অর্পিতাকে বিয়ে! আর এখন টাকা ওড়াচ্ছেন? জবাব দিলেন আয়ুষ শর্মা
আরও পড়ুন-‘স্কুপ’ তাঁর ভাবমূর্তি নষ্ট করছে, আদালতের দ্বারস্থ ছোটা রাজন, কোনও লাভ হল কি
তাঁকে নিয়ে ট্রোলারদের জবাব দিতেই কি এধরনের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন? সেবিষয়ে স্যান্ডি সাহা স্পষ্ট জানিয়েছেন, কাউকে কিছু জবাব দেওয়ার জন্য তিনি কিছু করছেন না। তিনি তাঁর ভালো লাগা কাজগুলিই করছেন। জানান, ২০১৮-তে যখন রোডিজের প্রতিযোগী হিসাবে গিয়েছিলেন, তখনও তিনি কাউকে জবাব দেওয়ার জন্য যাননি, এবারও তাই। গতবার তাও শো-থেকে বেরিয়ে যাওয়ার একটা ভয় কাজ করছিল, তবে এবার শুরু থেকে শেষপর্যন্ত তিনি থাকবেন, আর তাতেই ভীষণ খুশি। ট্রোলাররা সবসময়ই ট্রোল করবেন, তাই সেটা নিয়ে মাথা ঘামাতে নারাজ স্যান্ডি।