২০২৪ নিঃসন্দেহে বলিউডের জন্য ভীষণ ভালো একটি বছর প্রমাণিত হয়েছে। ভুলভুলাইয়া ৩ থেকে শুরু করে স্ত্রী ২, একের পর এক সিনেমা হিট হয়েছে বক্স অফিস। পিছিয়ে নেই কিছু দক্ষিণী সিনেমাও। ২০২৪ সালের শেষ দিনে দেখুন কোন অভিনেতা অভিনেত্রী জিতে নিলেন মানুষের মন। কোন সিনেমা সর্বাধিক আয় করলে বক্স অফিসে।
২০২৪ সালের সেরা অভিনেত্রী
১) শ্রদ্ধা কাপুর: চলতি বছর স্ত্রী ২ সিনেমায় অভিনয় করে রীতিমতো সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন শ্রদ্ধা। সিনেমাটি বক্স অফিসে ৮৭৪ কোটি টাকা আয় করেছে।
২) দীপিকা পাডুকোন: সিংঘম থ্রি, কল্কি সিনেমায় অভিনয় করে দীপিকা আরও একবার প্রমাণ করে দেন তিনি প্যান ইন্ডিয়া সিনেমার জন্য একদম পারফেক্ট। তবে শুধু পেশাগত দিক থেকে নয়, ব্যক্তিগত জীবনের দিক থেকেও ২০২৪ ভীষণ স্পেশাল দীপিকার কাছে। এই বছর একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
আরও পড়ুন: 'আমার বিনোদিনী ইতিহাস গড়ল', দেবের প্রশংসা আসতেই আনন্দে গদগদ রুক্মিণী! বললেন, 'আমার উপর...'
২০২৪ সালের সেরা অভিনেতা
১) রাজকুমার রাও: স্ত্রী ২ এবং শ্রীকান্ত সিনেমায় অভিনয় করে রীতিমতো মানুষের মন জয় করে নিয়েছেন রাজকুমার। আগামী বছরের জন্য একগুচ্ছ সিনেমা নিয়ে তৈরি রাজকুমার।
২) কার্তিক আরিয়ান: ভুলভুলাইয়া ৩ সিনেমায় কার্তিকের অভিনয় যেন চোখে পড়ার মতো ছিল। বক্স অফিসে ৫০৫ কোটি টাকা আয় করেছে এই সিনেমাটি। কার্তিক অভিনীত চান্দু চ্যাম্পিয়ন তেমন জনপ্রিয়তা অর্জন না করলেও কার্তিকের অভিনয় কিন্তু প্রশংসিত হয়েছিল।
৩) অজয় দেবগন: সিংঘম ৩ এবং শয়তান সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সেরা তিনে জায়গা করে নিয়েছেন অজয়।
আরও পড়ুন: বর্ষ শেষে বিদেশে ছুটির মেজাজে বেবো! পরিবারের সঙ্গে কোথায় বেড়াচ্ছেন করিনা?
২০২৫ সালে মুক্তি পাবে যে সিনেমাগুলি (অভিনেতা)
১) ভিকি কৌশল : ছাভা
২) সলমন খান: সিকন্দর
৩) সানি দেওল: জাঠ, লাহোর ১৯৪৭
৪) অজয় দেবগন: রেইড ২, দে দে পেয়ার দে ২