অভিনয় তাঁর রক্তে। কিংবদন্তি তারকা শশী কাপুরের পৌত্র জাহান কাপুর। বলিউডের ‘ফার্স্ট ফ্যামিলি’র এই প্রজন্মের তারকা। ফারাজ এবং ব্ল্যাক ওয়ারেন্টে জাহানের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। কিংবদন্তি শশী কাপুরের নাতির প্রশংসায় পঞ্চমুখ সবাই। রণবীর কাপুর, কারিনা কাপুর এবং কারিশ্মা কাপুরের কাজিন ব্রাদার অর্থাৎ খুড়তুতো ভাই জাহান। তবে অভিনেতা সম্প্রতি ফাঁস করেছেন কাপুর পরিবার থেকে দূরেই বড় হয়েছেন তিনি। শৈশবে বা কৈশোরে বিখ্যাত দাদা-দিদিদের সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন তিনি। আরও পড়ুন-তৃতীয়বার বিয়ের পিঁড়িতে ৫৯-এর আমির? রহস্যময়ীর সঙ্গে আলাপ করালেন পরিবারের
বলিউড হাঙ্গামার সাথে সাক্ষাৎকারে জাহান কাপুর জানান, তিনি কাপুর পরিবারের বাকি সদস্যদের থেকে দূরে বড় হয়েছেন কারণ তাঁর ঠাকুর্দা শশী কাপুর ‘নিজেকে আলাদা করার সচেতন সিদ্ধান্ত নিয়েছিলেন’। জাহানের কথায় উনি 'নিজের গোপনীয়তাকে মূল্য দিয়েছিলেন'। জাহান বলেছিলেন যে কেবল বিশেষ অনুষ্ঠানগুলিতেই কাপুর পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা হত তাঁর। প্রসঙ্গত, 'সাওয়ারিয়া' দিয়ে ডেবিউ হওয়ার আগে পর্যন্ত রণবীর সম্পর্কে কিছুই জানতেন না জাহান।
অভিনেতা বলেন, ‘একটা মজার গল্প বলি। এটা নিয়ে আমি খুবই লজ্জিত। আসলে ওর প্রথম ছবির আগে রণবীর কাপুর সম্পর্কে আমার সত্যিই কোনও ধারণা ছিল না। আমি অবশ্য চিন্টু কাকুকে (ঋষি কাপুর) চিনতাম। কিন্তু আমরা ছিলাম একেবারেই আলাদা। আমি ছোটবেলায় আমার জগতে বাস করেছি। ২০০৭ সালে যখন সাওয়ারিয়া মুক্তি পেল, তখন আমি স্কুলে’।
ইদানীংকালে জাহানের সঙ্গে তাঁর খুড়তুতো দাদা-দিদিদের বন্ধন দৃঢ় হয়েছে। এমনকি গত মাসে তার নেটফ্লিক্স শো ব্ল্যাক ওয়ারেন্ট মুক্তির আগে কারিনা-রণবীররা তাঁর সাপোর্টে এগিয়ে এসেছিলেন। জাহান মনে করেন, তাদের সঙ্গে কাজের অনুভূতি ভাগাভাগি করতে পারাটা সবসময়ই বিশেষ। জাহান বলেন, 'আমার মনে আছে একই দিনে দু'বার রকস্টার দেখেছিলাম। তবে আমাদের সম্পর্ক তখন এমন ছিল না, যে আমি রণবীরকে ফোন করে রকস্টার সম্পর্কে কথা বলব। তবে এখন সবটা বদলে গেছে'।
ইন্ডাস্ট্রির বাইরে বেড়ে ওঠা জাহান কাপুর
সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপচারিতায় জাহান জানিয়েছেন কীভাবে ‘ইন্ডাস্ট্রির চাকচিক্যের’ বাইরে তাঁর বেড়ে ওঠা তাঁকে স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘আমি সৌভাগ্যবান যে আমি অনন্যভাবে বেড়ে উঠেছি। আমার বাবা-মা দুজনেই স্রষ্টা ছিলেন তবে ইন্ডাস্ট্রির কিছুটা বাইরে। আমার জন্মের সময় আমার দাদা (ঠাকুর্দা) অবসর নিয়েছিলেন। তাই বলতে গেলে ইন্ডাস্ট্রির বুদ্বুদে আমি বড় হইনি। আমাকে সত্যিকারের সাধারণ, স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়া হয়েছে’।
রাজ কাপুর ও শশী কাপুর দুজনেই পৃথ্বীরাজ কাপুরের সন্তান। রাজ কাপুরের ছেলে ঋষি কাপুরের পুত্র রণবীর। অন্যদিকে শশী কাপুরের ছেলে কুণাল কাপুরের পুত্র জাহান।
ব্ল্যাক ওয়ারেন্ট সম্পর্কে
১৯৮০ এর দশকে তিহার জেলে ডেপুটি জেলার সুনীল গুপ্তের চরিত্রে ব্ল্যাক ওয়ারেন্টে অভিনয় করেছেন জাহান। সুনীল গুপ্তা এবং সুনেত্রা চৌধুরীর ২০১৯ সালের নন-ফিকশন বই ব্ল্যাক ওয়ারেন্ট: কনফেশনস অফ আ তিহার জেলারের উপর ভিত্তি করে তৈরি এই সিরিজ। জাহান ছাড়াও রাহুল ভাট, পরমবীর সিং চিমা, অনুরাগ ঠাকুরও এবং সিদ্ধান্ত গুপ্ত নেটফ্লিক্সের এই সিরিজে অভিনয় করেছেন।