বিগ বস ১৬ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। সাড়ে চার মাসের ধুন্ধুমার লড়াইয়ের পর বিগ বস সেরার শিরোপা উঠল এমসি স্ট্যানের মাথায়। শো-এর হোস্ট সলমন খান ট্রফি তুলে দেন র্যাপার এমসি স্ট্যান ওরফে আলতাফ শেখের হাতে। নাম ঘোষণার পর র্যাপার এমসি স্ট্যান নাকি বিশ্বাসই করতে পারছিলেন না তিনি সিজনের বিজয়ী।
১৭ জন প্রতিযোগীকে নিয়ে এবারের বিগ বস সিজন ১৬ শুরু হয়েছিল। সকলকে পিছনে ফেলে গ্র্যান্ড ফিনালেতে সেরা ৫ পৌঁছান। রবিবার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এদিন সঞ্চালনার দায়িত্বে সলমন ছাড়াও ছিলেন ভারতী সিং এবং কৃষ্ণা অভিষেক। দ্বিতীয় স্থানে রইলেন শিব ঠাকরে, এবং তৃতীয় স্থানে রইলেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরি। শুধু ট্রফি নয়, প্রায় ৩১ লাখ ৮০ হাজার টাকা নগদ পুরস্কার ঘরে নিয়ে গেলেন এই র্যাপার। এ ছাড়াও পেয়েছেন একটি গাড়ি। আরও পড়ুন: কৃতি, ভূমি, অনন্যাদের সঙ্গে চুটিয়ে সেলফি, গ্রুপ ছবি সিদ্ধার্থ-কিয়ারার, দেখুন
এই র্যাপার ইটাইমসকে একটি সাক্ষাত্কারে বলেছেন, ‘আমি বুঝতে উঠতে পারছিলাম না সলমন স্যার (সলমন খান) রসিকতা করছেন নাকি আমি সত্যিই জিতেছি। এমনকি তিনি আমার নাম ঘোষণা করার পরেও, আমি তখনও ভাবছিলাম এটা সত্যি কিনা। কিন্তু যখন তিনি আমাকে জড়িয়ে ধরেন তখনও আমি গলে যাই। আশ্চর্যজনক অনুভূতি ছিল এবং আমার পক্ষে ভাষায় বর্ণনা করা অসম্ভব’।