একসময়ের প্রেমিকা জ্যাসমিন রায় এখন অতীত। আপাতত বৃন্দাবনে রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণি ডায়নার প্রেমে হাবুডুবু খাচ্ছেন টেলিপর্দার 'শ্রীকৃষ্ণ' গৌরব। গতবছরই আচমকা চিন্তামণি ডায়নার সঙ্গে আংটি বদল সেরে ফেলেছিলেন গৌরব। এখন শোনা যাচ্ছে 'শ্রীকৃষ্ণ' অভিনেতা গৌরব মণ্ডলের বিয়ের খবর।
বহুদিন হল কলকাতা ছেড়ে বৃন্দাবনেই থাকা শুরু করেন অভিনেতা গৌরব মণ্ডল। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলেই দেখা যায় সেটা চিন্তামণিময়। হবু স্ত্রীর সঙ্গে প্রায়ই রিলস ভিডিয়ো পোস্ট করেন গৌরব। জানা যাচ্ছে চলতি বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা। তবে এবিয়ে কলকাতায় নয়, হবে বৃন্দাবনেই।
সম্প্রতি বিয়ের খবর আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন অভিনেতা গৌরব মণ্ডল। বলেন, তাঁর জীবনে একটা অধ্যায় চলছে। আর সেটা শ্রীকৃ্ষ্ণের দেখানো পথেই চলছে বলে মনে করেন অভিনেতা। জানিয়েছেন, বিয়ের আগে বেশকিছু কাজ আছে তাঁর। সেই দায়িত্ব তিনি পালন করছেন। তবে এখন আধ্যাত্মিক পথে হেঁটে শান্তি পাচ্ছেন তিনি। তবে ভবিষ্যতে কী হবে, সেটা ভবিষ্যতের উপরই ছেড়ে দিয়েছেন অভিনেতা।
আরও পড়ুন-'কখনও কোনও লবিতে ছিলাম না, তাই যৌন হেনস্থার ঘটনাতেও কাউকে পাশে পাইনি', ফের সরব স্বস্তিকা
আরও পড়ুন-‘রান্নাটা বিশেষ পারি না, তবে বাসন মাজতে বেশ ভালোবাসি’, অকপট স্বস্তিকা

গৌরব-চিন্তামণি
'শ্রীকৃষ্ণ' অভিনেতা গৌরব মণ্ডল জানান, ‘এই মুহূর্তে বৃন্দাবনে থাকলেও আমি যে জাগতিক মহমায়া ত্যাগ করেছি এমনটা নয়। তবে এই মুহূর্তে কিছু জিনিস ত্যাগ করেছি। তবে কর্মজীবন থেকে মুখ ফিরিয়ে নিই নি। এখনও আমি অভিনয় জগতেই রয়েছি।’ প্রসঙ্গত মাস তিনেক হল শেষ হয়েছে গৌরব মণ্ডলের সিরিয়াল ‘নয়নতারা’। তাই আপাতত বিরতি নিয়েছেন তিনি। তবে শীঘ্রই ফিরবেন বলেও জানান।
একসময় গৌরব-জ্যসমিনের প্রেমের ভিডিয়োতে বুঁদ হয়ে থাকত সোশ্যাল মিডিয়া। তাঁরাও একসঙ্গে অসংখ্য রিলস ভিডিয়ো বানাতেন। দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন দুজনে। গত বছর শুরু দিকে হঠাৎই সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যায় গৌরব-জ্যাসমিনের সেই মাখো মাখো প্রেম। তখনই শোনা যাচ্ছিল বিচ্ছেদের গুঞ্জন। পরে সেই খবরে শিলমোহর দেন অভিনেত্রী জ্যাসমিন রায়। শোনা গিয়েছেন, সেসময় জ্যাসমিনের জীবনে তৃতীয় ব্যক্তির আগমনেই গৌরবের সঙ্গে তাঁর প্রেম ভেঙেছিল। সেসময় শোনা গিয়েছিলেন ‘আমার সোনা চাঁদের কণা’ কো-স্টার রবি শ'এর নাম।

গৌরব-জ্যাসমিন
প্রসঙ্গত, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ প্রথমবার একসঙ্গে কাজ করেেছিলেন গৌরব-জ্যাসমিন, তবে প্রেমের সূত্রপাত নাকি হয়েছিল ‘আরব্য রজনী’ ধারাবাহিকের সেটে। পরবর্তীতে ‘পাণ্ডব গোয়েন্দা’তেও একসঙ্গে কাজ করেছেন দুজনে। তবে বর্তমানে সেই সব প্রেমের গল্প এখন অতীত।