খারাপ খবর যেন রীতিমতো জাঁকিয়ে বসিয়ে প্রাত্যহিক জীবনে। সৌজন্যে,করোনা। গোটা দেশ করোনা ঢেউয়ের ধাক্কায় জর্জরিত। রাজ্যেও প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনা আক্রান্তদের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিলের হার। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্তদের মোট সংখ্যা ১৯১১৩ জন।এবার করোনায় আক্রান্ত হলে প্রখ্যাত কবি জয় গোস্বামী। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এরপর করোনার উপসর্গ দেখা দিতেই তাঁর কোভিড টেস্ট করানো হয়। সম্প্রতি,তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। এরপরেই আর দেরি না করে এই বর্ষীয়ান কবিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।