বৃহস্পতিবার মানেই টেলিপাড়ার সাপ্তাহিক রিপোর্ট কার্ড প্রকাশের দিন। এই সপ্তাহেও টিআরপি তালিকাতে নিজের সিংহাসন দখলে রাখলেন রচনা। গত সপ্তাহে অল্পের জন্য সেরার মুকুট ফসকে গেলেও এই সপ্তাহে নন-ফিকশনের টিআরপি তালিকায় সেরার সেরা ‘দিদি নম্বর ১’। সানডে ধামাকা এপিসোডে ৬.৮ টিআরপি নিয়ে সেরার শিরোপা দখলে রাখল রচনা সঞ্চালিত গেম শো। অন্যদিকে মহাগুরু মিঠুন চক্রবর্তী ও তিন বাঙালি সুন্দরী শ্রাবন্তী, শুভশ্রী ও মৌনির ডান্স বাংলা ডান্সের ঝুলিতে এল ৬.৩ নম্বর।
গত সপ্তাহে ৭.১ নম্বর নিয়ে এক নম্বরে ছিল এই ডান্স রিয়ালিটি শো। এক ধাক্কায় এই সপ্তাহে টিআরপি অনেকটাই কমেছে। অনেকের মতে তাঁর অন্যতম কারণ মৌনি রায়ের অনুপস্থিতি। এন্টারটেনমেন্ট ট্যুর নিয়ে ব্যস্ততার জেরে ডান্স বাংলা ডান্সের গত দু-সপ্তাহের এপিসোডে দেখা মেলেনি মৌনির। তাক জায়গা নিয়ে পূজা বন্দ্যোপাধ্যায়। মৌনির জনপ্রিয়তাকে টেক্কা দেওয়া বেশ মুশকিত তা স্পষ্ট।
ফিকশনে এক নম্বর স্থান দখলে রাখলেও বেশিরভাগ স্লটেই আধিপত্য জি বাংলার। আর নন-ফিকশনে তো শুরু থেকেই চাম্পিয়ান জি বাংলা। সুপার সিঙ্গার সিজন ৪ শুরু থেকেই ব্যর্থ হয়েছে ‘সারেগামাপা’কে টেক্কা দিতে, এখন ‘ডান্স বংলা ডান্স’-এর সঙ্গেও লড়াইতে এঁটে উঠতে পারছে না।
এক নজরে নন-ফিকশন জঁরের টিআরপি-
দিদি নম্বর [সানডে ধামাকা] (৬.৮)
সারেগামাপা (৬.৩)
সুপার সিঙ্গার ৪ (৩.৫)
ঘরে ঘরে জি বাংলা (১.৪)
গত সপ্তাহে টিআরপির রেসে খানিক পিছিয়ে পড়লেও এই সপ্তাহে রচনা বুঝিয়ে দিলেন তাঁকে হারানো ওতো সোজা নয়। বরং টিআরপিতে ‘টিভির দিদি’কে টক্কর দেওয়া খাবিন ‘না-মুমকিন’ বটে। শুরু থেকেই টিআরপি তালিকায় একদমই সাড়া ফেলতে ব্যর্থ ‘ঘরে ঘরে জি বাংলা’। এমনকী শুরুটা ইন্দ্রাণী হালদারকে দিয়ে করলেও পরে তাঁর তার দেখা নেই, বদলে অপরাজিতা আঢ্যকে দেখা যাচ্ছে সঞ্চালক হিসাবে। ভাগ্য বদলের চেষ্টায় আগামী ২৭শে মার্চ থেকে টাটকা দুপুরের স্লটে পাঠানো হচ্ছে ‘ঘরে ঘরে জি বাংলা’কে। দুপুর ২.৩০টের সময় সম্প্রচারিত হবে এই শো।
আরও পড়ুন-টপার অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী কোথায়? মিঠাই বন্ধ হওয়ার খবরে টিআরপি কমল নাকি!
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup