স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা হল বঁধুয়া। পেখম এবং আবিরের সম্পর্ক, রণ রের শয়তানি সবটা নিয়েই জমে উঠেছে ধারাবাহিকের গল্প। এবার নায়িকা বদ্ধপরিকর রণ রের মুখোশ খোলার জন্য। কিন্তু কী হবে শেষ পর্যন্ত?
আরও পড়ুন: হাসপাতাল থেকে বেরিয়েই সোনাক্ষীর বিয়ে নিয়ে লবকে 'জবাব' শত্রুঘ্নর! বললেন, 'কে মানল না তাতে...'
বঁধুয়া ধারাবাহিকের নতুন প্রোমো
সদ্যই স্টার জলসার তরফে বঁধুয়া ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রণ রে যে বব রে সেটা প্রমাণ করতে ছদ্মবেশ ধরেছে পেখম। কিন্তু তার পাতা ফাঁদে আদৌ পা দেবে তো রণ রে? কারণ দেখা যাচ্ছে রণ পেখমের চাল ধরে ফেলেছে। তাই সে এবার চাইছে এই দুনিয়া থেকেই পেখমকে সরিয়ে দিতে।
আরও পড়ুন: কালো গায়ের রং আর দাঁতের জন্য হীনমন্যতায় ভুগতেন মিঠুন! শাবানা বললেন, 'মা ওকে জড়িয়ে ধরে বলতো...'
আরও পড়ুন: '...ভয় তোমায় থামাতে পারবে না', অর্জুনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝে ফের ইঙ্গিতবহ পোস্ট মালাইকার
এরপরই প্রোমোতে দেখা যাচ্ছে পেখমকে জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে রণ রে। মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। অন্যদিকে স্ত্রীকে বারবার ফোন করেও পায় না আবির। শেষ পর্যন্ত কী ঘটবে? প্রাণ হারাবে নায়িকা? নাকি তাকে বাঁচাতে পারবে তার স্বামী?
বঁধুয়া ধারাবাহিক প্রসঙ্গে
বঁধুয়া ধারাবাহিকে দেখানো হচ্ছে পেখমকে ছোটবেলায় তাঁর এক আত্মীয় শারীরিক নিগ্রহ করে। সে আতঙ্ক তাকে এখনও তাড়া করে বেড়ায়। সেটা লুকিয়েই তাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই আবিরকে কাছে আসতে দিত না সে। পরে বরকে সবটা জানায়। আর সব শুনে স্ত্রীকে ভুল না বুঝে তার পাশে ঢাল হয়ে দাঁড়ায় আবির। পরিবারের বিরুদ্ধে গিয়ে পর্যন্ত শুরু করে স্ত্রীকে ন্যায় পাইয়ে দেওয়ার লড়াই। অন্যদিকে যে পেখমের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছিল তার সঙ্গে আবার আবিরের দিদির বিয়ে হয়। সবটা নিয়েই জটিল পরিস্থিতি।
এই ধারাবাহিক রোজ স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়। রোজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দেখা যায় এই মেগা। মুখ্য ভূমিকায় আছেন রেজওয়ান রব্বানি শেখ এবং জ্যোতির্ময়ী কুণ্ডু।