মামু অজয় দেবগণের হাত ধরে বলিউডে পা রাখছেন ভাগ্নে আমন দেবগণ (অজয়ের বোন নীলমের ছেলে)। আবার একই সঙ্গে বলিউডে ডেবিউ করছেন রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি। সৌজন্যে পরিচালক অভিষেক কাপুরের ছবি 'আজাদ'। যদিও এখবর বহু পুরনো। তবে অবশেষে সামনে এল 'আজাদ'-এর ট্রেলার।
'আজাদ'-এর ট্রেলারে কী আছে?
ট্রেলারের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা কালো সুন্দর রাজকীয় ঘোড়া। আর সেই ঘোড়াকে অজয় দেবগণের প্রতি আনুগত্য প্রকাশ করে। তবে আজদকে (ঘোড়া) শত চেষ্টা করেও বসে আনতে পারছেন না আমন। এখানে অজয়ের চরিত্রটি একজন ডাকাতের। যদিও তিনি নিজেকে বাঘি অর্থাৎ বিদ্রোহী বলতেই পছন্দ করেন। ট্রেলারে আমান দেবগণের চরিত্রটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। আর এখানে অজয় দেবগণের চরিত্রটিকে তার রোল মডেল হিসাবে দেখানো হয়েছে। যে পর্যন্ত অজয়ের পথেই হাঁটে।এদিকে, রাশা থাডানি রাজপরিবারের মেয়ে। এই চরিত্রটিকে ঘিরেই যে জটিলতা বাড়বে, তা অনুমান করা যায়।
ট্রেলারটি নাচ, নাটক, অ্যাকশন এবং আবেগের সংমিশ্রণ রয়েছে। যা দেখলে আপনার মনেও নানান প্রশ্ন জাগবে। ট্রেলারটি মন্দ নয়, তবে এটায় স্পষ্ট করে ছবির গল্প নিয়ে কোনও ইঙ্গিত পাওয়া যায় না। পরিচালক ঠিক কী গল্প বলতে চাইছেন, তা স্পষ্ট নয়।
এটা কি ঘোড়া ও আমানের চরিত্রের মধ্যে কোনও বন্ধুত্বের গল্প নাকি রাশা অভিনীত চরিত্রের সঙ্গে ছেলেটির কোনও রোম্যান্টিক গল্প রয়েছে? এই বিষয়টি কিন্তু স্পষ্ট নয়। ছবির ট্রেলারের থিমে ব্রিটিশ রাজত্বের পটভূমি রয়েছে। তাই প্রশ্ন জাগে এখানে কি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই দেখানো হবে? নাকি এটা জমিদারি প্রথার শোষণমূলক প্রকৃতিকে চ্যালেঞ্জ করে 'বাঘি' হয়ে ওঠা মানুষদের বিদ্রোহের গল্প?
ছবিতে অজয়ের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে ডায়না পেন্টিকে। তবে ট্রেলারে চোখ ধাঁধানো উপস্থিতি দেখা যায় তাঁর। এছাড়াও অভিনয় করেছেন মোহিত মালিক।
আজাদ টিম
রবিনার মেয়ে ‘রাশা’ ছবিটি দিয়ে বলিউডে পা রাখছেন। তিনি বলেন, ‘আজাদ আমার কাছে খুবই স্পেশাল, কারণ এটি আমার প্রথম প্রজেক্ট। আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য এবং আমার উপর বিশ্বাস রাখার জন্য আমি অভিষেক স্যারের কাছে কৃতজ্ঞ। এটা আমার জীবনের একটা সুন্দর ও বিশেষ যাত্রা ছিল ’।
জবাবে আমান বলেন, 'অভিষেক স্যারকে অনেক ধন্যবাদ এই চরিত্রের জন্য উনি আমার ওপর আস্থা রেখেছেন। এটা একটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই ছবিতে কাজ করে যে অভিজ্ঞতা হয়েছে তার জন্য আমি উচ্ছ্বসিত।
আগামী ১৭ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'আজাদ'।